গ্রামীণ ব্যাংক
১ জুন ২০১২তবে, গ্রামীণ ব্যাংক পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতার যে ঘাটতি ছিল সেটিও দূর করা দরকার বলে মনে করেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক নাঈমুল ইসলাম খান৷
ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে সরকারের শতভাগ অর্থে এবং সরকারের বিশেষ আইনে৷ সুতরাং এই প্রতিষ্ঠানের ভাল-মন্দ দেখা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার সরকারের রয়েছে৷''
তবে, সরকার যদি গ্রামীণ ব্যাংক'কে অন্যান্য সরকারী ব্যাংকের মতোই কোনো রূপ দিতে চান, সেটি করা উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি৷
গ্রামীণ ব্যাংক এবং তার সাথে সংশ্লিষ্ট অন্য যত প্রতিষ্ঠান আছে সেগুলোর কর্মকাণ্ড খতিয়ে দেখার জন্য এ মাসেই একটি কমিশন গঠন করেছে সরকার৷ আগামী তিন মাসের মধ্যেই তদন্তের প্রতিবেদন দেবে এ কমিশন৷
কমিশন গঠনের পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে এবং গ্রামীণ ব্যাংকের জন্য উদ্বেগ প্রকাশ করে গত বুধবারে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস৷
তবে, তদন্ত কমিশন নিয়ে ড. ইউনূসের খুব বেশি আপত্তি থাকার কথা নয় বলেই মনে করেন সাংবাদিক নাঈমুল ইসলাম খান৷ তিনি মনে করেন, সরকারের অর্থায়নে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের স্বচ্ছতার দিকটি খতিয়ে দেখার অধিকার সরকারের রয়েছে৷ তবে, ড. ইউনূস এবং গ্রামীণ ব্যাংক নিয়ে সরকার যে অবস্থান নিয়েছে সেখানে কোনো রাজনৈতিক বিষয় আছে কি-না এ ব্যাপারে কোনো মন্তব্য করেন নি তিনি৷
এর আগে ২০১০ সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. ইউনূসকে অপসারণ করে সরকার৷ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেয়া নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনাও হয়েছে দেশে-বিদেশে৷ এমনকি গত কিছু দিন আগে বাংলাদেশ সফরকালে মার্কিন পররাষ্ট্র হিলারি ক্লিনটনও নিজের উদ্বেগ জানিয়েছেন ইউনূসকে ব্যাংক থেকে সরিয়ে দেয়া প্রসঙ্গে৷
সাক্ষাৎকার: আফরোজা সোমা
সম্পাদনা: সঞ্জীব বর্মন