1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

গাজা : ইসরায়েলের গুলিবর্ষণ, ত্রাণ নিতে গিয়ে শতাধিক নিহত

২৯ ফেব্রুয়ারি ২০২৪

গাজায় ত্রাণবাহী গাড়ি থেকে আটা ও টিনজাত খাবার নিতে জড়ো হওয়া মানুষের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে৷ এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়৷

https://p.dw.com/p/4d2ib
ত্রাণ নিয়ে যাচ্ছেন এক ফিলিস্তিনি
১০৪ জন নিহত হয়েছে বলে দাবি গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ছবি: Dawoud Abo Alkas/Anadolu/picture alliance

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, বহরের কাছে হুমকির পরিস্থিতি তৈরি হওয়ায় তারা গুলি চালিয়েছে৷

ঘটনায় এ পর্যন্ত ১০৪ জন নিহত ও আরো ৭৬০ জন আহত হয়েছেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়৷ ইসরায়েল সেনা বাহিনী (আইডিএফ) গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেছে৷ তবে তারা বলছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী, ইসরায়েলের ছোঁড়া গুলিতে ১০ জন আহত হয়েছেন৷

মোট মৃত্যুর সংখ্যা বা ইসরায়েলি বাহিনীর গুলিতে হতাহতের তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি৷

এদিকে এই ঘটনাকে ‘মাসাকার' বলছে অভিহিত করেছেন ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়৷ মুখপাত্র আশরাফ আল-কিদরা জানিয়েছেন, গাজা শহরের পশ্চিমে আল-নাবুসি এলাকায় ঘটনাটি ঘটেছে৷

এদিকে, আইডিএফ ফেসবুকে  একটি ভিডিও পোস্ট করে বলেছে, ফিলিস্তিনিরা ট্রাকে হামলা চালিয়েছে এবং অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন৷

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা ও ২৫০ জনকে অপহরণ করে হামাস৷ এরপর শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধে এখন পর্যন্ত মৃত্যু ৩০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়৷ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশে হামাস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত৷

এফএস/এসিবি

গাজায় জিম্মি থাই কর্মীদের মায়েদের কথা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান