1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতা রণক্ষেত্র, মেসি ম্যাজিকের জন্য অপেক্ষায় দর্শকরা

২ সেপ্টেম্বর ২০১১

দক্ষিণ অ্যামেরিকা থেকে বেশ কয়েক হাজার কিলোমিটার দূরে কলকাতা শহরেও আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচকে ঘিরে এমন উন্মাদনা দেখা যেতে পারে, দুই দেশের প্রতিনিধিদল তা ভাবতে পারে নি৷

https://p.dw.com/p/12SDJ
মারাদোনার পর কলকাতা কাঁপাতে এসেছেন মেসিছবি: AP

কলকাতার সল্ট লেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়ে গেছে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যে ফিফা অনুমোদিত প্রীতি ম্যাচ৷ প্রায় এক লক্ষ মানুষ স্টেডিয়াম ভরিয়ে দিয়েছে৷ নিজের শহরের স্টেডিয়ামে বসে বিশ্বমানের ফুটবল দেখার সুযোগ দক্ষিণ এশিয়ার মানুষ পায় না বললেই চলে৷ তাই কলকাতা মেতে আছে ফুটবল নিয়ে, যদিও ফুটবল না বুঝেও অনেকে শুধু মেসি'কে ঘিরে উন্মাদনায় নিজেদের ভাসিয়ে দিচ্ছে৷ আর্জেন্টিনার বাকি খেলোয়াড় বা ভেনেজুয়েলা টিমকে ঘিরে আগ্রহ সে তুলনায় কিছুটা কম৷ অথচ দক্ষিণ অ্যামেরিকার ‘কোপা আমেরিকা' প্রতিযোগিতায় ভেনেজুয়েলা ব্রাজিলকে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছেছিল৷ যাই হোক, বিদেশের মাটিতে এমন উৎসাহের জোয়ারে অভ্যস্ত হলেও কলকাতার মানুষের উষ্ণতা দুই টিমকেই মুগ্ধ করেছে৷

Lionel Messi Argentinien WM Weltmeisterschaft Fußball NO-FLASH
গোটা মাঠের নজর মেসির দিকেছবি: AP

যাদের নিয়ে এত উন্মাদনা, দক্ষিণ অ্যামেরিকার সেই দুই টিম কিন্তু প্রীতি ম্যাচটিকে মোটেই হাল্কাভাবে নিচ্ছে না৷ মেসি তাঁর সেরা খেলা দেখাবেন, সেই আশায় রয়েছে আর্জেন্টিনা৷ তিনি শুধু নিজের বার্সেলোনা ক্লাবের জন্য ভালো খেলেন, এমন রটনা উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা দলের ডিফেন্ডার পাবলো সাবালেতা বলেছেন, দেশের জন্য খেললে মেসি নিজেকে উজাড় করে দেন৷ মাঠে নানা অবস্থানে খেলার ক্ষমতা থাকলেও আজকের ম্যাচে মেসি'কে স্ট্রাইকার হিসেবেই খেলানো হবে বলে মনে করা হচ্ছে৷ ভেনেজুয়েলার কিছু খেলোয়াড় দেরিতে কলকাতায় পৌঁছানোর ফলে সেই টিম অনুশীলনের সুযোগ পায় নি৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য