মধ্যপ্রাচ্যে ওবামা
২১ মার্চ ২০১৩দক্ষিণ ইসরায়েলে রকেট আক্রমণ ঘটলে ইসরায়েল হামাসের দিকেই আঙুল তোলে৷ এবার হামাস পরোক্ষভাবে তাদের দায়িত্ব অস্বীকার করেছে এবং বলেছে, ইসরায়েলের এই অভিযোগ নাকি ওবামার সহানুভূতি সংগ্রহের প্রচেষ্টা৷
তার পরেও থাকে এই রকেট ছোঁড়ায় রামাল্লাহর কি প্রতিক্রিয়া হবে; পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে হামাসের সম্পর্ক এর ফলে আরো ভালো হবে কি আরো খারাপ হবে, এই সব চুলচেরা বিচার৷ হয়তো এর ফলে ওবামার সফরের গুরুত্বটাও প্রমাণ হল: কেউ বা কারা বলতে চাইছে, ওবামা এসেছেন, সেটা ভালো কথা৷ কিন্তু গাজা স্ট্রিপ এবং হামাসকেও ভোলা উচিত নয়৷
রকেট দু'টির একটি গিয়ে পড়েছে স্ডেরট'এর একটি বাড়ির খিড়কির বাগানে, অন্যটি একটি মাঠে৷ এতো কম উপাচারে আন্তর্জাতিক নজর কাড়ার লোভ সামলানো সহজ কথা নয়৷
মার্কিন-ইসরায়েল ‘বেড়া মেরামত'
ওবামা বুধবার ইসরায়েলে পা দেওয়ার পর বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন ইসরায়েলের সর্বোচ্চ পর্যায়ের নেতারা৷ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু'র সঙ্গে ওবামার যে ঠিক বনে না, সেটাকে বিশ্ব রাজনীতির প্রমাণিত সত্য বলেই ধরে নেওয়া যায়৷ তবুও উভয়ের আলিঙ্গন দেখে পর্যবেক্ষকদের মনে হয়েছে, নাটক যেমনই হোক না কেন, অভিনয় আন্তরিক৷
ওবামা ইসরায়েলের অতি গর্বের আয়রন ডোম রকেট প্রতিরক্ষা প্রণালী দেখেছেন৷ আবার ইসরায়েল মিউজিয়ামে গিয়ে সুপ্রাচীন ডেড সি স্ক্রলস'ও দেখেছেন৷ এবং অবশ্যই নেতানিয়াহুর সঙ্গে ইরান ও সিরিয়া প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন৷
তবে শেষমেষ উভয়ের যুগ্ম সাংবাদিক সম্মেলনে ওবামা'কে মধ্যপ্রাচ্যে শান্তিস্থাপন সম্পর্কে বলতে শোনা গেছে: ‘‘শুক্রবার ফিরে যাবার সময় আমি যদি নিজেকে বলতে পারি, বাধাগুলো কী, সে'বিষয়ে আমার ধারণা আর একটু স্পষ্ট হয়েছে – তবে আমি সেটাকেই সাফল্য মনে করব৷''
রামাল্লাহয়
ইসরায়েলিদের যেমন ছিল, বর্তমানে ফিলিস্তিনিদেরও ওবামার প্রতি মনোভাব হল হতাশা ও আশাভঙ্গের৷ যে ওবামা ২০০৯ সালে ইসরায়েলকে পরিষ্কার ভাষায় বলেছিলেন, ইহুদি বসতি নির্মাণ বন্ধ করতে - তিনি এবার তাঁর ইসরায়েল সফরে ঐ কণ্টকিত বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করেননি৷
এ'ধরনের রাষ্ট্রীয় সফরের একটি নয়, দু'টি সুবিধা হল, প্রথমত প্রোটোকলেই অনেক অস্বস্তিকর মুহূর্ত ঢাকা পড়ে যায়৷ দ্বিতীয়ত, দিন তিনেকের সফর শেষ হবার পর পরই সব পক্ষের ‘স্পিন ডক্টররা' তাদের নিজস্ব ভাষ্য দিতে শুরু করেন৷ ফলে আদত ঘটনা কি ঘটেছিল, তা সংবাদ সংস্থাগুলির বিক্ষিপ্ত বিবরণেই ছড়িয়ে থাকে৷
এসি / এসবি (এএফপি, ডিপিএ, এপি, রয়টার্স)