এটিএন বাংলায় হিজড়াদের নিয়ে রিয়েলিটি শো
৮ ডিসেম্বর ২০১১এটিএন বাংলা'র এই অনুষ্ঠানের নাম হবে ‘আমরা তোমাদেরই'৷ বর্তমানে এই অনুষ্ঠানের জন্য প্রতিযোগী নির্বাচনের প্রক্রিয়া চলছে৷ মোট চল্লিশ জন রিয়েলিটি শোর প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন৷ নাচ এবং অভিনয়ের মাধ্যমে দর্শকদের সমর্থন আদায় হবে প্রত্যেক প্রতিদ্বন্দ্বীদের কাজ৷
রিয়েলিটি শো'র প্রযোজক মোকাদ্দেম বাবু এই বিষয়ে ডয়চে ভেলেকে বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজে অবাঞ্চিত, অবহেলিত হিজড়া সম্প্রদায়কে সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং অর্থনৈতিকভাবে সমাজের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করে এই দেশের উন্নয়নে তাদের ভূমিকা রাখার সুযোগ করে দেওয়া৷
বাবু বলেন, হিজড়ারা আমাদেরই ভাই কিংবা আমাদের বোন৷ কিন্তু এখনো আমরা তাদের সঙ্গে এমন আচরণ করি যে, যেন তারা আসলে আমাদের সমাজের অংশ নন৷ আমাদের অনুষ্ঠান এই পার্থক্যটা দূর করতে চায়৷
বলাবাহুল্য, গোটা দক্ষিণ এশিয়ার রক্ষণশীল সমাজে ঐতিহ্যগতভাবেই হিজড়া সম্প্রদায়কে প্রান্তিক গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়৷ বাবু বিশ্বাস করেন, ভবিষ্যতে হিজড়াদের সম্পর্কে সাধারণ মানুষের ধারণায় পরিবর্তন আসবে৷ তারাও সমাজের মূলধারায় সম্পৃক্ত হবেন৷ তিনি বলেন, একসময় আমাদের দেশের ঘরের মেয়েরা ঘরেই থাকতেন, বাইরে যেতেন না৷ আজকে আমাদের মেয়েরা প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী৷ তারা সেই আড়াল থেকে বেরিয়ে আসতে পেরেছেন৷ হিজড়া সম্প্রদায়ও আড়াল থেকে বেরিয়ে আসতে পারবে৷ তাদের জন্য আমাদের দরকার আমাদের হাতকে প্রসারিত করা৷ যাতে তারা আমাদের হাতকে ছুঁতে পারে৷ আর ছুঁতে পারলে এক হাত থেকে আরেক হাতের মাঝে শিকল তৈরি হবে৷ এভাবেই তাদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসা সম্ভব৷
টেলিভিশন চ্যানেলে নতুন এই রিয়েলেটি শো মূলত, সমাজের মূলধারায় হিজড়াদের সম্পৃক্ত করার ধারাবাহিক উদ্যোগের একটি৷ বাংলাদেশ সরকার এবং বেসরকারি নানা সংস্থা বিভিন্নভাবে হিজড়াদের সহায়তায় এগিয়ে আসছে৷ তাদের অধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে অক্টোবরে এক হাজার হিজড়া ঢাকায় সরকার সমর্থিত সমাবেশে অংশ নেয়৷ একই মাসে, জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে হিজড়াদের নিয়ে বিশেষ সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ বর্তমানে বাংলাদেশে এদের সংখ্যা পাঁচ লাখের মতো৷
বাবু জানান, ‘আমরা তোমাদেরই' রিয়েলিটি শোটি আগামী মাসে ধারণ করা হবে৷ অনুষ্ঠানে বিচারকের আসনে থাকবেন নামজাদা সংগীত এবং চলচ্চিত্র তারকারা৷
উল্লেখ্য, বাংলাদেশে বহুল প্রচারিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা৷ গত সপ্তাহে চ্যানেলটিতে হিজড়াদের সম্পর্কে একটি নাটকও প্রচার শুরু হয়েছে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক