1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো মুদ্রা রক্ষায় ‘ফিসক্যাল ইউনিয়ন' চান আঙ্গেলা ম্যার্কেল

২ ডিসেম্বর ২০১১

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের এক শীর্ষ বৈঠকের ঠিক এক সপ্তাহ আগে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল শুক্রবার আর্থিক দিক থেকে সুশৃঙ্খল এক ইউনিয়ন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন৷ লক্ষ্য, ইউরো মুদ্রার ভবিষ্যৎ সংকটমুক্ত রাখা৷

https://p.dw.com/p/13LTg
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলছবি: picture-alliance/dpa

ভবিষ্যতে গ্রিসের মত রাষ্ট্রীয় ঋণের পাহাড় যাতে কেউ তৈরি করে করতে না পারে, ইউরো মুদ্রার স্থিতির ওপর কোন আঘাত যাতে না আসে তা নিশ্চিত করতে চান ম্যার্কেল৷ তার জন্য প্রয়োজন ইউরোপীয় ইউনিয়নের মাস্ট্রিখ্ট চুক্তির সংস্কার৷ ঘাটতি করে রাষ্ট্রীয় ব্যয় ইচ্ছামত অব্যাহত রাখার ওপর রাশ টেনে ধরতে হবে৷ ১৭টি দেশের ইউরো মুদ্রা এলাকায় গড়ে তুলতে হবে এমন এক স্থিতিমূলক ইউনিয়ন, যেখানে মাত্রাধিক ঘাটতি করার কোন সুযোগ থাকবেনা৷

বর্তমানের ইউরো সংকট কাটাতে এই ব্যবস্থাই নিতে চান ইইউ'এর অর্থনৈতিক ভাবে সবচেয়ে শক্তিশালী দেশ জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ আর এই লক্ষ্য পূরণে তাঁর সঙ্গী হলেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি৷ ঠিক একদিন আগে প্রেসিডেন্ট সার্কোজিও একই সুরে ইউরোপকে নতুন করে রূপায়ণের ডাক দিলেন৷ বললেন, আসছে ইইউ শীর্ষ বৈঠকে আঙ্গেলা ম্যার্কেল এবং তিনি ইউরোজোন এলাকায় অর্থকাঠামোর শৃঙ্খলা নিশ্চিত করতে, ইউরো মুদ্রা রক্ষা করতে সক্রিয় উদ্যোগ নেবেন৷

Treffen Merkel-Sarkozy in Berlin Bilder der Woche kw41 Flash-Galerie
সোমবার সার্কোজির সঙ্গে বৈঠকে বসবেন ম্যার্কেলছবি: picture-alliance / landov

ব্রাসেলসে আসন্ন ইইউ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সামনে কী বিরাট দায়িত্ব যে অপেক্ষা করছে সে সম্পর্কে সন্দেহের কোন অবকাশ রাখেননি চ্যান্সেলর ম্যার্কেল তাঁর পার্লামেন্টে দেয়া বক্তব্যে৷ তিনি জোর দিয়ে বলেন, ইউরোর ভবিষ্যৎ ইউরোপের ঐক্যের সঙ্গে অবিচ্ছেদ্যভাবেই যুক্ত৷

ইউরো জোনের স্থিতিশীলতার বিধি ভাঙার জন্য শাস্তি দিতে ইউরোপীয় বিচার আদালতের শরণ নেয়ার কথাও বলেন ম্যার্কেল৷ তাঁর যুক্তি - বিচারকরা রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকবেন৷ ইউরো জোনের কোন দেশ মাত্রাধিক ব্যয় করে বাজেট ঘাটতি আনলে তার বিরুদ্ধে ইউরোপীয় আদালতে মামলা করার অধিকার চান তিনি অন্য সদস্যদের জন্য৷ তিনি আশ্বস্ত করে বলেন, আর্থিক নীতির স্থিতিমূলক একটি ইউনিয়নের রূপরেখা নিয়ে জার্মানির যে সুস্পষ্ট ভাবনা তার সাথে ইউরোপে প্রাধান্য করার কোন সম্পর্ক নেই৷ ম্যার্কেল বলেন, ১৯৯০ সালে জার্মানির একত্রিকরণ এবং ইউরোপের ঐক্য একই মুদ্রার দুই পিঠ৷ তাঁর স্পষ্ট কথা: বিধি নিয়ম অবশ্যই মানতে হবে৷ তা মান্য করা হচ্ছে কিনা তা অবশ্যই তদারক করতে হবে৷ নিয়ম ভাঙলে তার ফল ভোগ করতে হবে৷

সোমবারই ম্যার্কেল প্যারিস যাচ্ছেন সার্কোজির সঙ্গে বসে একটা যৌথ জার্মান-ফরাসি অবস্থান ঠিক করতে৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য