1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাভেরিয়ায় আবারো সন্ত্রাসী হামলা

২৫ জুলাই ২০১৬

জার্মানির বাভেরিয়া রাজ্যে আবার হামলা৷ রবিবার রাতে এক সিরীয় শরণার্থী আন্সবাখ শহরে আত্মঘাতী হামলা চালিয়েছে৷ চরম ইসলামপন্থি ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সে এই কাজ করেছে কিনা, পুলিশ সেটা খতিয়ে দেখছে৷

https://p.dw.com/p/1JVFX
আন্সবাখে ঠিক যেখানে হামলা হয়েছিল
ছবি: picture-alliance/dpa/D. Karmann

'Syrian asylum seeker' behind Ansbach bomb blast

মাত্র কয়েক দিনের ব্যবধানেই জার্মানির বাভেরিয়া রাজ্য একের পর এক হামলার শিকার হয়েছে৷ ভ্যুর্ৎসবুর্গ শহরের কাছে আফগান তরুণের কুড়াল নিয়ে হামলা, মিউনিখে বন্দুকধারীর হামলার পর রবিবার রাতে আন্সবাখ শহর বড় এক অঘটন থেকে রক্ষা পেয়েছে৷

উল্লেখ্য, রবিবার বিকালেই বাভেরিয়ার প্রতিবেশী বাডেন ভ্যুর্টেমব্যার্গ রাজ্যের রয়েটলিঙেন শহরে ২১ বছর বয়স্ক এক সিরীয় শরণার্থী চাপাতি দিয়ে এক নারীকে হত্যা করেছে৷ তবে এক্ষেত্রে তারা পরস্পরকে চিনতো বলে পুলিশ জানিয়েছে৷ ফলে এটা সন্ত্রাসী হামলার ঘটনা নয় বলে পুলিশের ধারণা৷

আন্সবাখ শহরের কেন্দ্রস্থলে খোলা আকাশের নীচে এক সংগীত উৎসব চলছিল৷ রাত দশটা নাগাদ আততায়ী টিকিট ছাড়াই সেখানে প্রবেশ করতে চাইছিল৷ বাধার মুখে পড়ে সে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়৷ ফলে ১২ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক৷ তবে উৎসব প্রাঙ্গণে প্রবেশ করতে পারলে হতাহতের সংখ্যা অনেক বেশি হতো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই৷ সে সময়ে সেখানে প্রায় ২,৫০০ মানুষ সমবেত হয়েছিলেন৷

আততায়ী ২৭ বছর বয়স্ক এক সিরীয় শরণার্থী৷ বছর দুয়েক আগেই রাজনৈতিক আশ্রয়ের জন্য তার আবেদন খারিজ হয়ে যায়৷ তাই সে চরম অবসাদে ভুগছিল৷ দু-দু'বার আত্মহত্যার চেষ্টা করে বিফল হয় সে৷ মাদক সংক্রান্ত অপরাধ ও অন্যদের হুমকি দেওয়ার কারণে আগেই সে পুলিশের নজরে পড়েছিল৷ হত্যার চেষ্টার কারণে তার বিরুদ্ধে মোট ১২টি অভিযোগ ছিল৷ তবে চরম ইসলামপন্থি ভাবধারার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল কিনা তা স্পষ্ট নয়৷ পুলিশ তদন্তে এই বিষয়টিও খতিয়ে দেখছে৷

বাভেরিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হেয়ারমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটা খুবই দুঃখজনক যে একজন শরণার্থী এমন হামলা চালালো৷ এ দেশে থাকার সুযোগ পেয়েও কেউ এই মাত্রায় সেই সুযোগের অপব্যবহার করতে পারে, সেটা জেনে তিনি অত্যন্ত মর্মাহত, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ কট্টর ইসলামপন্থি আদর্শে উদ্বুদ্ধ হয়ে আততায়ী হামলা চালিয়েছে, এমন আশঙ্কা তিনি উড়িয়ে দিচ্ছেন না৷

এসবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান