আপনি কর দেবেন, লুটেপুটে খাবে সরকার
৩০ সেপ্টেম্বর ২০১৬সব দেশের মানুষই কর ফাঁকি দিতে চায়৷ তবে অনেক দেশ নাগরিকদের কাছ থেকে প্রাপ্যটা আদায় করে নেয় এবং সকলের জন্য নাগরিক সুবিধা ও ন্যূনতম আয় নিশ্চিত করে৷ তাই বাংলাদেশ সরকারেরও কর নেয়ার আগে আয় নিশ্চিত করা ও নাগরিক সুবিধা দেওয়া উচিত বলে মনে করেন পাঠক বিজয়৷
বাংলাদেশের দুর্নীতির কথা উল্লেখ করে ফারুক হোসেন লিখেছেন, ‘‘এটা ডিজিটাল দেশ৷ এখানে আপনি কর দেবেন, লুটেপুটে খাবে সরকার৷ সরকার কোনো রাস্তাঘাট, স্কুল-কলেজ তৈরি করছে, তা ছ'মাসও টেকে না৷ এত দুর্নীতি৷'' ফারুক হোসেনের এই মন্তব্যকে সমর্থন করেছেন ইমরান হোসেনও৷
প্রভাবশালীরা কর ফাঁকি দেয় আর চাপে পড়ে সাধারণ মানুষ৷ এই কথাটাই বাংলাদেশের ক্ষেত্রে কতটা সত্য, সেটাই পাঠক আকাশ ইকবাল তাঁর বক্তব্যে তুলে ধরেছেন এভাবে: ‘‘এখানে বলতে গেলে অনেক কথাই উঠে আসবে৷ মূল কথাটি হলো, এই দেশের শ্রমিক শ্রেণি, অর্থাৎ যারা ভোক্তা, তারা সব সময় চাপে পড়ে৷ বাংলাদেশের ব্যাংকগুলোই রাজস্ব ফাঁকির একটা বড় অংশের জন্য দায়ী৷ প্রভাবশালী ব্যাংক কর্ম-কর্তারা সাধারণ মানুষের জমা দেওয়া টাকা লুট করে৷ সাধারণ মানুষ তাদের জমানো অর্থের জন্য হাহাকার করে৷ অন্যান্য ক্ষেত্রগুলোতেও একই ব্যাপার৷ আমরা যদি গার্মেন্টস শিল্পের দিকে তাকাই, সেখানেও দেখবেন রাজস্ব ফাঁকি৷ সাধারণ মানুষ যারা শ্রমিক, তারা কাজ করে তাদের মুজুরি পায় না ঠিকভাবে৷ সরকারের বড় বড় কর্মকর্তারা রাজস্ব লুট করে৷ আর সেই লুটের দায় পড়ে সাধারণ মানুষের ওপর৷ দুঃখ-কষ্ট করতে হয় সাধারণ মানুষকেই৷''
সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ