1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাগনেটিক ইন্ডাকশন

১৫ সেপ্টেম্বর ২০১৫

আজকের এই আধুনিক যুগে মানুষ মোবাইল ফোন থেকে শুরু করে নানা রকম ডিভাইসের উপর নির্ভরশীল৷ তবে সেগুলি কীভাবে চলে – তা নিয়ে কারো তেমন মাথাব্যথা নেই৷ এর অনেকগুলির পেছনেই রয়েছে ‘ম্যাগনেটিক ইন্ডাকশন' প্রক্রিয়া৷

https://p.dw.com/p/1GWGT
03.2012 DW Transtel Music

দৈনন্দিন জীবনে নানা ইলেকট্রিক যন্ত্র আমাদের ঘিরে রয়েছে৷ তাদের অনেকগুলি চলে ‘ম্যাগনেটিক ইন্ডাকশন' নামের এক চমকপ্রদ প্রক্রিয়ার ভিত্তিতে৷ ইন্ডাকশন বিষয়টি আসলে বেশ সহজ৷ তারের কয়েলের মধ্য দিয়ে একটি চুম্বক নিয়ে গেলে বৈদ্যুতিক ভোল্টেজ সৃষ্টি হয়৷

ঊনবিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এই প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন৷ তার আগেই অবশ্য তিনি ইলেকট্রিক মোটর তৈরি করেছিলেন৷ ফ্যারাডে কিন্তু সেখানেই থেমে থাকেননি৷ তাঁর মনে হয়েছিল, শুধু ইলেকট্রিক কারেন্ট থেকে মুভমেন্ট বা গতি সৃষ্টি হয় না৷ এর বিপরীতটাও – অর্থাৎ মুভমেন্ট থেকেও ইলেকট্রিক কারেন্ট সৃষ্টি করা নিশ্চয় সম্ভব৷

ফ্যারাডে তামার তার দিয়ে একটি কয়েল তৈরি করেছিলেন৷ সেই কয়েলের মধ্য দিয়ে একটি চুম্বক নিয়ে যেতেই বিদ্যুৎ সৃষ্টি হলো৷ বেশ কয়েক'টি পরীক্ষার পর তিনি এমন এক পদক্ষেপ নিলেন, আজকের দিনে যা একেবারই বিস্ময়কর নয়৷ তিনি এক ডিস্কের উপর চুম্বক লাগিয়ে সেটিকে কয়েলের মধ্য দিয়ে পেঁচিয়ে নিয়েছিলেন৷ ফ্যারাডে এভাবে বিদ্যুতের উন্নতির পথ সুগম করে দিয়েছিলেন৷ এই তত্ত্ব কাজে লাগিয়ে তিনি এমন জেনারেটর তৈরি করেছিলেন, যা গতি থেকে বিদ্যুৎ উৎপাদন করে৷ শীঘ্রই জলবিদ্যুৎ কেন্দ্রগুলি ইউরোপের প্রথম শহরগুলিতে বিদ্যুৎ সরবরাহ শুরু করে৷

জলশক্তি, কয়লা, পরমাণু শক্তি, গ্যাস ও বায়োমাস থেকে বিদ্যুৎ উৎপাদনের ভিত্তি হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন৷ প্রত্যেকটি কেন্দ্রের মূলে রয়েছে জেনারেটর৷ তার মধ্যে এমন চুম্বক রয়েছে, যা তারের কয়েলের মধ্য দিয়ে প্যাঁচানো৷ এই জেনারেটরের আরও ক্ষুদ্র সংস্করণ আমাদের চারিপাশেই রয়েছে৷ সাইকেলের ডায়নামোর পেছনেও একই তত্ত্ব কাজ করে৷

ট্রান্সফর্মারের ক্ষেত্রেও তাই ঘটে৷ তারা উচ্চ মাত্রার ভোল্টেজকে ইলেকট্রনিক ডিভাইসের প্রয়োজনমতো নিম্ন মাত্রার ভোল্টেজে রূপান্তরিত করে৷ এর মধ্যে মোবাইল ফোনের ব্যাটারি চার্জ করার প্রক্রিয়াও রয়েছে৷

হালের আরএফআইডি চিপ-ও ফ্যারাডে-র তত্ত্বের উপর ভিত্তি করে কাজ করে৷ একটি স্ক্যানিং ডিভাইস চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, চিপের মধ্যে ক্ষুদ্র কয়েল যা বদলে দেয়৷ স্ক্যানিং ডিভাইস সেই পরিবর্তন টের পায়৷ সেটি এতই স্পর্শকাতর যে, বিভিন্ন চিপের মধ্যে সামান্যতম ফারাকও তার চোখ এড়ায় না৷

শহরের অনেক রাস্তায়ও সেই একই তত্ত্ব আরও বড় আকারে প্রয়োগ করা হয়৷ রাস্তার উপরে বসানো অদৃশ্য ইন্ডাকশন কয়েলের উপর দিয়ে গাড়ি গেলে ট্রাফিক লাইট সবুজ হয়ে যায়৷ এটাও ম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে ঘটে৷

এসবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য