1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫টি দেশকে হারিয়ে সেরা হলো বাংলাদেশ

৬ সেপ্টেম্বর ২০১৬

এই ভিডিওটি এখনো খুব বেশি মানুষ দেখেননি৷ তবে যাঁরা নারীর এগিয়ে চলার পক্ষে, যাঁরা বাংলাদেশকে বিশ্বসভায় উঁচু আসনে দেখতে চান, তাঁরা নিশ্চয়ই দেখবেন খুব সাধারণ ঘরের এই মেয়েদের অসাধারণ সাফল্য তুলে ধরা এই ভিডিও৷

https://p.dw.com/p/1JwQN
Bangladesch Mädchen Fußball Kolsindur high school Kolsindur Messi
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

বাংলাদেশের খুব জনপ্রিয় একটি ইংরেজি দৈনিকের শিরোনাম, ‘‘মেয়েরা সাফল্যের সীমানা উঁচু করেছে৷’’ সত্যিই তাই৷ ঢাকায় শেষ হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপের খেলা৷ সেখানে ইরান, সিঙ্গাপুর, কিরগিজস্তান, তাইওয়ান, সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ- এই ছয় দেশের মেয়েদের ফুটবল লড়াইয়ে হেসেখেলে সেরা হয়েছে বাংলাদেশ৷



৫ ম্যাচের একটি বাকি থাকতেই সেরা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল বাংলাদেশ৷ প্রথম দুই ম্যাচে ইরানকে ৩-০ এবং সিঙ্গাপুরকে ৫-০ গোলে হারিয়ে কৃষ্ণা, সানজিদা, মারিয়া, মৌসুমীরা প্রমাণ করেছিলেন, এ আসরে শ্রেষ্ঠত্বের জন্যই তাঁরা লড়বেন৷ তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে বিধ্বস্ত করলেন তাঁরা ১০-০ গোলে৷



তখন পর্যন্ত ৩ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ বার বল পাঠালেও একটাও গোল খায়নি বাংলাদেশ৷ চতুর্থ ম্যাচে তাইওয়ানের সঙ্গে দুটি গোল খেলেও চার গোল করে সহজ জয়ই পায় বাংলাদেশের মেয়েরা৷ সেই ম্যাচেই নিশ্চিত হয়ে যায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলা৷ তারপরও আত্মতৃপ্তিতে ভোগেনি কৃষ্ণা সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল৷ শেষ ম্যাচে আরব আমিরাতকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই এশিয়ার সেরা আট দলের লড়াইয়ে নিজেদের শামিল করেছেন বাংলাদেশের মেয়েরা৷ ৫ ম্যাচে ৮ গোল করে আসরের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক কৃষ্ণা সরকার৷



এশিয়ার সেরা আটটি দেশকে নিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২০১৭ সালে৷ থাইল্যান্ডে অনুষ্ঠেয় সে আসরে ‘অটোম্যাটিক চয়েস’ হিসেবে খেলবে মেয়েদের ফুটবলে এশিয়ার পরাশক্তি উত্তর কোরিয়া, জাপান, চীন এবং স্বাগতিক থাইল্যান্ড৷ বাকি চারটি দেশকে বাছাইপর্বে সেরা হতে হবে৷ গ্রুপ ‘সি’-তে সেরা হলো বাংলাদেশ৷ আরেক গ্রুপে সেরা হয়ে অস্ট্রেলিয়াও চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে৷ বাকি দুই গ্রুপের বাছাইপর্ব এখনো শেষ হয়নি৷



এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য