1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী গণ সমাবেশ শনিবার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৪ এপ্রিল ২০১৩

হেফাজতে ইসলামের ১৩ দফার বিরুদ্ধে ঢাকায় প্রতিবাদী নারী গণ সমাবেশের প্রস্তুতি চলছে পুরোদমে৷ আয়োজকরা আশা করছেন এই সমাবেশে ঢাকাসহ সারাদেশ থেকে ৪/৫ লাখ নারীর সমাবেশ ঘটবে৷ আর এই সমাবেশে সব শ্রেণির নারীর উপস্থিতি থাকবে৷

https://p.dw.com/p/18LV5
ছবি: picture-alliance/dpa

২৭শে এপ্রিলের নারী গণ সমাবেশ সফল করতে তাদের প্রচার কর্মীরা ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ করছেন৷ বিভিন্ন নারী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে করছেন মত বিনিময়৷ মত বিনিময় করছেন পেশাজীবী এবং শ্রমিক সংগঠনের সঙ্গে৷ আর ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমেও চলছে ব্যাপক প্রচার-প্রচারণা৷ সংগঠকদের একজন সুপ্রীতি ধর ডয়চে ভেলেকে জানান, তারা সমাবেশের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে সমাবেশের ব্যাপারে দেশবাসীকে বিস্তারিত জানাবেন৷ তাদের আশা, এই প্রতিবাদী নারী গণ সমাবেশে চার থেকে পাঁচ লাখ নারীর সমাবেশ ঘটবে৷

এই সমাবেশের প্রচার কমিটির সমন্বয়কারী শিপ্রা বোস ডয়চে ভেলেকে জানান, ৬৭টি নারী সংগঠন তাদের সঙ্গে এক হয়েছেন৷ এছাড়া বিভিন্ন পেশাজীবী গ্রুপ, নারী শ্রমিক, স্বেচ্ছাসেবী সংস্থা, এমনকি তৃনমূলের নারী ও গৃহবধুদের সঙ্গেও তারা যোগাযোগ করছেন এবং তাদের কাছ থেকে পাচ্ছেন ব্যাপক সাড়া৷ এই সমাবেশে প্রধানত ঢাকা এবং আশেপাশের জেলা থেকে নারীরা অংশ নেবেন বলে জানা গেছে৷ থাকবে সারা দেশ থেকে নারীদের প্রতিনিধিত্বও৷ শুধু তাই নয়, তারা আশা করেন তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্পে কর্মরত নারীরা ব্যাপকভাবে এই সমাবেশে অংশ নেবেন৷ তারা মনে করেন, হেফাজতের ১৩ দফা বাস্তবায়ন হলে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন৷

Dhaka Protest gegen Blogger
ছবি: Reuters

শিপ্রা বোস জানান, ২৭শে এপ্রিলের সমাবেশের উদ্যোক্তা নারীরা, তবে সেখানে পুরষরাও থাকবেন এবং সংহতি জানাবেন৷ তাদের অংশগ্রহণ ছাড়া এই সমাবেশ পূর্ণতা পাবে না, যেমন নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া সমাজ, রাষ্ট্র পূর্ণতা পায় না৷

সুপ্রীতি ধর জানান, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি মানলে দেশ অন্ধকার যুগে চলে যাবে৷ স্বাভাবিকভাবেই তারা নারীকে গৃহবন্দি করতে চায়৷ কিন্তু আধুনিক যুগে নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া অর্থনৈতিক বা সামাজিক – কোনো ধরণের উন্নয়নই সম্ভব নয়৷ হেফাজতে ইসলাম মূলত জামায়াত শিবিরকে রক্ষায় ইসলাম রক্ষার নামে মাঠে নেমেছে৷ আর তা করতে গিয়ে তারা নারীর অমর্যাদা করছে৷ তাই তাদের এই হীন প্রচেষ্ঠা কখনোই সফল হবে না৷

হেফাজতে ইসলাম বলছে, নারীদের বিভ্রান্ত করা হচ্ছে৷ তাদের বিভ্রান্ত করে মাঠে নামানো হচ্ছে৷ এর জবাবে শিপ্রা বোস বলেন, তাদের কেউ মাঠে নামায়নি, তাঁরা নিজেদের রক্ষায় নিজেরাই মাঠে নেমেছন৷ তিনি বলেন, হেফাজতে ইসলামই আসলে বিভ্রান্ত৷ তারাই বিভ্রান্তি ছাড়াচ্ছে৷ তাই ঢাকায় নারী গণ সমাবেশের মধ্য দিয়ে হেফাজতে ইসলামকে জবাব দেয়া হবে৷

সুপ্রীতি ধর বলেন, এই সমাবেশের পর তারা বিভাগীয় এবং জেলা শহর থেকে শুরু করে তৃনমূল পর্যন্ত তাদের আন্দোলন বিস্তৃত করবেন৷ আশা এটাই যে এর ফলে, স্বাধীন বাংলাদেশে ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠি কখনোই তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য