লোকালয়ে হরিণ পালনের জন্য অনুমতি দিতে বাংলাদেশে নতুন নীতিমালা হচ্ছে
১৬ জানুয়ারি ২০১০হরিণ না মেরে, বাঁচিয়ে রেখে কাজে লাগানোর সুযোগ
এর আগে বানরের ক্ষেত্রে এ ধরনের একটি নীতিমালা করেছিল ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷ চিড়িয়াখানায় জন্ম নেয়া বাড়তি বানর কেনা যায় পালনের জন্য কিছু নিয়ম কানুন মেনে৷ এবার সরকার এমনি এক উদ্যোগ নিল হরিণের জন্য৷ বন বিভাগের অগোচরে কিংবা চোরাকারবারিতে এখনও হরিণ শিকার সেখানে যে বেড়ে গেছে, এ কথা সকলের জানা৷ হরিণ না মেরে, বাঁচিয়ে রেখে কাজে লাগানোর সুযোগ সৃষ্টির করতে জনসচেতনতা তৈরির আহ্বানও জানাচ্ছেন পরিবেশবাদীরা৷ নোয়াখালীর হাতিয়া উপজেলার আওতায় নিঝুম দ্বীপের বনাঞ্চল থেকে অতিরিক্ত হরিণ সরানোর সিদ্ধান্ত হলে নতুন হরিণ নীতিমালা বাস্তবায়িত হলে অনেকেই হরিণ লালন-পালনে আগ্রহী হবেন বলেই অনেকে মনে করছেন৷
১৯৭৩ সাল থেকে বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ
বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে বন্যপ্রাণী অধ্যাদেশ করে যথেচ্ছ শিকার নিষিদ্ধ করে৷ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে সুন্দরবনের ১৪ লাখ ৯০ হাজার একরের বনে প্রায় ১ লাখ ২০ হাজার হরিণ রয়েছে৷ আর নিঝুম দ্বীপের ৫ হাজার একর বনে আছে ২০ হাজারের বেশি হরিণ৷ নিঝুম দ্বীপে হরিণের সংখ্যা বেড়ে যাওয়ায় তা কমানোর পরিকল্পনা হচ্ছে৷ কারণ বাড়তি হরিণের জন্য খাদ্যাভাব দেখা দিতে পারে৷ এরই পদক্ষেপ হিসাবে গত বছরের শেষদিকে 'বাংলাদেশে হরিণ লালন-পালন নীতিমালা ২০১০'-এর খসড়া তৈরি করা হয়৷
কি আছে নীতিমালায়
বর্তমানে তা রয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়৷ তবে এ নীতিমালা কেবল চিত্রা হরিণের জন্যই শুধু প্রযোজ্য৷ ২০০৫ সাল থেকে বাংলাদেশে চিত্রা হরিণসহ অন্যান্য হরিণ শিকার নিষিদ্ধ৷ প্রধান বন সংরক্ষক মোঃ আবদুল মোতালেব বলেন, হরিণ লালন-পালন নীতিমালা-২০১০ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে৷ আর এ নীতিমালা প্রণীত হলে লাইসেন্সধারীরা লোকালয় বা জনবসতিতে হরিণ পালনের সুযোগ পাবেন৷ এতে বিষয়টি বন বিভাগের নজরদারিতেও থাকবে৷
লাইসেন্স ফি পাঁচশ টাকা
প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী হরিণ লালন-পালনের জন্য উপযুক্ত শর্ত পূরণ করে আগ্রহী ব্যক্তিকে ফির বিনিময়ে বন বিভাগ থেকে লাইসেন্স নিতে হবে৷ লাইসেন্স ফি ধরা হয়েছে পাঁচশ' টাকা৷ তবে প্রতিটি হরিণের জন্য প্রাথমিকভাবে একশ' টাকা করে পজেশন ফি দিতে হবে৷ পরবর্তী প্রতি বছর একশ'টাকায় তা নবায়ন করা যাবে৷ উল্লেখ্য, বর্তমানে প্রতি জোড়া হরিণের জন্য পজেশন ফি ১০ হাজার টাকা৷ আর প্রতি বছর নবায়ন ফি জোড়াপ্রতি ৫ হাজার টাকা৷ ২০০৭ সালের ৩ জানুয়ারি হরিণ লালন-পালনের জন্য এক আদেশে এ ফি নির্ধারণ করে সরকার৷
দু্ই প্রজাতির হরিণ বিলুপ্তির তালিকায়
বাংলাদেশে মোট ৫ প্রজাতির হরিণ রয়েছে৷ এর মধ্যে দুই প্রজাতির হরিণ, যথাক্রমে হগ ডিয়ার ও সোয়াম্প ডিয়ার চলে গেছে বিলুপ্তির তালিকায়৷ বাকী তিন প্রজাতির মধ্যে প্রায় হারিয়ে যাওয়ার পথে বারকিং হরিণ ও সাম্বার হরিণ৷ এখন সিলেটের গভীর বন ও কাপ্তাই এবং বান্দারবানে কদাচিৎ দেখা যায়৷ চিত্রা হরিণ এদেশে অন্যান্য হরিণের চেয়ে এখনও বেশ ভালো৷ চট্টগ্রাম পাহাড়ী এলাকা, মধুপুর বন ও সিলেটের গভীর বনে হাতে গোনা কিছু চিত্রা হরিণ থাকতে পারে৷ সর্বশেষ সরকার হরিণ সংকট মোকাবেলায় নিঝুম দ্বীপে হরিণ ছাড়ে৷ এ বনে হরিণের খাবার সংকট ও প্রিডেটর সমস্যা না থাকায় মাত্র এক যুগেই হরিণ বেড়ে যায় হাজারে হাজার৷ চিত্রা হরিণের প্রজননের নির্দিষ্ট কোনো ঋতু নেই৷ এদের গর্ভধারণকাল সাত মাস৷ প্রতিবারে এরা একটি বাচ্চা প্রসব করে, কখনও কখনও দুটি৷ দুই বছরের মধ্যে এরা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে৷ পূর্ণবয়স্ক একটি হরিণের ওজন প্রায় ৮৫ কেজি৷
যা বলছেন বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞরা মনে করছেন, এ নীতিমালার সফল বাস্তবায়ন ঘটানো সম্ভব হলে দেশে বাণিজ্যিক ভিত্তিতে হরিণ চাষ বাড়বে৷ অনেকে শখ করেও হরিণ পালন করবেন৷ এতে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে৷ তবে সরকারের এ পদক্ষেপে পরিবেশবাদীরা নিশ্চিন্ত হতে পারছেন না৷ তারা দেশের মূল বনভূমির হরিণের ভবিষ্যত্ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷
পরিবেশ সংরক্ষণ আন্দোলনকর্মী বার্ড ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোনাল্ড হালদার বলেন, হরিণ লালন-পালনের জন্য নীতিমালা যদি ভালো কিছু করার জন্য হয়, তা হলে আপত্তি নেই৷ তবে আমাদের ভয়, এ নীতিমালার সুযোগ নিয়ে একটি শ্রেণী বনাঞ্চল থেকে হরিণ উজাড়ের উত্সবে নামতে পারে৷ অতীতে রফতানির কথা বলে দেশের ব্যাঙ, কচ্ছপকে এভাবে বিপন্নতার মুখে ঠেলে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন এই পরিবেশবিদ৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আবদুস সাত্তার