1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যোগাগুরু রামদেব

১৪ আগস্ট ২০১২

দুর্নীতি ও কালো টাকা ইস্যুতে পাঁচ দিন পর আজ অনশন ভাঙলেন যোগাগুরু রামদেব৷ ডাক দিলেন বৃহত্তর আন্দোলনের৷ কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী ও কংগ্রেস পার্টিকে৷ স্লোগান দিলেন কংগ্রেস হটাও, দেশ বাঁচাও৷

https://p.dw.com/p/15pMX
Indian yoga guru Baba Ramdev waves out of the window of a bus after he was detained with his supporters by policemen in New Delhi, India, Monday, Aug. 13, 2012. Waving Indian flags and shouting slogans, the protesters climbed into a row of police buses parked around the sprawling New Delhi fairground that Ramdev and his supporters had occupied for the past four days. (Foto:Saurabh Das/AP/dapd)
ছবি: dapd

লাল কেল্লার অদূরে আম্বেদকর স্টেডিয়ামে বসে আজ অনশন ভঙ্গ করেন বাবা রামদেব৷ তারপর রওনা হয়ে যান হরিদ্বার অভিমুখে৷ অনশন ভাঙার আগে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী ও কংগ্রেস পার্টিকে৷ দুর্নীতি ও কালো টাকা ইস্যুতে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে নতুন স্লোগান দেন, ‘কংগ্রেস হটাও, দেশ বাঁচাও'৷ অভিযোগ, সরকার জনসমর্থন হারিয়েছে৷ আগামী নির্বাচনে তা প্রমাণ হবে৷ পাশাপাশি বলেন, ২০১৪ সালের সাধারণ নির্বাচনের আগে তিনি ঘোষণা করবেন নির্বাচনে কোন পার্টিকে সমর্থন করবেন তিনি৷

গতকাল পুলিশ বাবা রামদেব ও তাঁর সমর্থকদের সাময়িকভাবে আম্বেদকর স্টেডিয়ামে আটক রেখে বিকেলের দিকে তাঁদের সবাইকে ছেড়ে দেয়৷ কিন্ত রামদেব গতকাল যেতে অস্বীকার করলে, পুলিশ তাঁকে হুঁশিয়ারি দেয়,  আজ মঙ্গলবার সকালের মধ্যে স্টেডিয়াম খালি না করলে বলপ্রয়োগ করা হবে৷ এর কারণ, আগামীকাল ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস৷ ঢিল ছোঁড়া দূরত্বে লাল কেল্লায় জাতীয় অনুষ্ঠান৷ প্রধানমন্ত্রী থেকে ভিভিআইপি'রা উপস্থিত থাকবেন সেখানে৷ স্বাভাবিকভাবেই তাই নিরাপত্তার প্রশ্ন রয়েছে৷

অনশন ভাঙার পরই প্রতিক্রিয়া জানায় বিভিন্ন দল৷ কংগ্রেস মুখপাত্র মনীশ তেওয়ারি বলেন, আন্দালনের যিনি নেতা তাঁর যেসব ইস্যু এবং সেইসব ইস্যুর পেছনে তাঁর যা উদ্দেশ্য, তার মধ্যে বিরাট ফারাক৷ স্রেফ কালো টাকার ইস্যু হলে সরকারের শ্বেতপত্রেই আছে কী কী পদক্ষেপ সরকার নিয়েছে৷

বিএসপি দলের মায়াবতী মনে করেন, ইস্যুগুলি উপযুক্ত৷ কিন্তু তার জন্য রাজনৈতিক দলগুলিকে এনে ভাষণবাজি করা জনগনের স্বার্থের পক্ষে ঠিক নয়৷ কেন্দ্রীয় মন্ত্রী বিরাপ্পা মইলির মন্তব্য, বাবা রামদেব বিজেপি এবং এনডিএ শরিক দলগুলির চাপে নতজানু হওয়ায় তিনি তাঁর বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন৷ পর্যবেক্ষকদের মতে, বাবা রামদেব তাঁর যোগা শিক্ষা পেছনে রেখে রাজনৈতিক ময়দানে নামার তোড়জোড় করছেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য