যেসব দেশের শিশুরা সবচেয়ে কম স্কুলে যায়
শিক্ষা ছাড়া কোনো জাতির প্রত্যাশিত উন্নতি সম্ভব নয়৷ অথচ ইউএন ওয়াচ সম্প্রতি এমন দশটি দেশ সম্পর্কে জানিয়েছে, যেসব দেশের শিশুরা সবচেয়ে কম স্কুলে যায়৷ কোন দশটি দেশ? জেনে নিন এই ছবিঘরে..
লাইবেরিয়া
লাইবেরিয়ার ৬২ শতাংশ শিশুই স্কুলে যায় না৷ তাই তারাই আছে এক নাম্বারে৷
দক্ষিণ সুদান
দক্ষিণ সুদান আছে দ্বিতীয় স্থানে৷ সে দেশের ৫৯ শতাংশ শিশু স্কুলে যায় না৷
ইরিত্রিয়া
ইরিত্রিয়ারও ৫৯ শতাংশ শিশু স্কুলে যায় না৷ তাই দক্ষিণ সুদানের সঙ্গেই আছে তারা৷
আফগানিস্তান
আফগানিস্তানের অবস্থা একটু ভালো৷ দেশটির শতকরা ৪৬ ভাগ শিশু স্কুলে যায় না৷
সুদান
আফ্রিকার আরেক দেশ সুদানের মাত্র ৪৫ শতাংশ শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত৷
জিবুতি
জিবুতিও আফ্রিকার দেশ্৷ সে দেশের ৪৩ শতাংশ শিশু স্কুলে যায় না৷
গিনি প্রজাতন্ত্র
আফ্রিকার এই দেশটিরও শিশুশিক্ষার অবস্থা খুব খারাপ৷ ইকোয়েটোরিয়াল গিনির ৪২ শতাংশ শিশু স্কুলে যায় না৷
নাইজার
এটিও আফ্রিকার দেশ৷ সেখানে শতকরা ৩৮ ভাগ শিশু স্কুলে গিয়ে লেখাপড়া শেখার সুযোগ পায়নি৷
মালি
মালি-ও আফ্রিকা মহাদেশের দেশ৷ সে দেশের ৩৬ শতাংশ শিশু কখনো স্কুলে যায়নি৷
নাইজেরিয়া
ইউএন ওয়াচের তালিকার দশ নম্বরে আছে নাইজেরিয়া৷ সে দেশের শতকরা ৩৪ ভাগ শিশু স্কুলে যায় না৷