মালয়েশিয়ার প্রথম ইসলামি এয়ারলাইন
মুসলিম প্রধান মালয়েশিয়ায় ‘রায়ানি এয়ার’ নামে একটি বিমান সংস্থা কার্যক্রম শুরু করেছে৷ ইসলামি আইন-কানুন মেনে সংস্থাটি ফ্লাইট পরিচালনা করছে৷
আল্লাহ রাগ করেছেন তাই!
তিন কোটি মানুষের দেশ মালয়েশিয়ার প্রায় ৬০ শতাংশ মানুষ মুসলিম৷ তাদের একটি অংশ মনে করে, ইসলামি নিয়ম-কানুন মেনে না চলায় আল্লাহ রাগ করেছেন বলেই মালয়েশিয়ান এয়ারলাইন্সের ‘এমএইচ ৩৭০’ ও ‘এমএইচ ১৭’ ফ্লাইট দুটি দুর্ঘটনার শিকার হয়েছে! সেই থেকে দেশটিতে একটি ইসলামি এয়ারলাইন্সের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন মুসলমানদের ঐ অংশটি৷
প্রথম যাত্রা
রবিবার (২০ ডিসেম্বর, ২০১৫) ‘রায়ানি এয়ার’-এর প্রথম ফ্লাইট কুয়ালালামপুর থেকে কোতা বারু-তে যায়৷ ৫৫ মিনিটের এই ফ্লাইট শুরুর আগে কোরানের আয়াত তেলাওয়াত করা হয় এবং যাত্রীদের হালাল খাবার পরিবেশন করা হয়৷
ইসলামি পোশাক
ফ্লাইটের কেবিন ক্রু-রা ইসলামি রীতি অনুযায়ী পোশাক পরেন৷ তবে যাত্রীরা যে-কোনো পোশাকে বিমানে উঠতে পারবেন৷ পুরুষ ও নারীদের জন্য আলাদা আসনের ব্যবস্থা করা হয়নি৷
চাহিদা পূরণ
রায়ানি এয়ারের ব্যবস্থাপনা পরিচালক জাফর জামহারি বলেন, ‘‘অনেক মুসলিম মালয়েশিয়ান একটি ইসলামি এয়ারলাইনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন বলে আমরা এটি চালু করেছি৷ তাই বলে আমরা কোনো পবিত্র এয়ারলাইন অথবা পবিত্র গন্তব্যে যাওয়ার কথা বলছি না৷ আমরা শুধু যাত্রীদের একটি বিকল্প ব্যবস্থা দিতে চেয়েছি৷ তবে আমরা সব ধর্ম ও জাতির যাত্রীদেরও স্বাগত জানাই৷’’
মালিক কিন্তু হিন্দু!
মালয়েশীয়দের এই ডাকে সাড়া দিয়েছেন এক হিন্দু দম্পতি৷ রবি আলাগেনড্রান ও তাঁর স্ত্রী কার্তিয়ানী গোবিন্দন৷ এয়ারলাইনের নামটি তাঁদের দু’জনের নামের অংশ থেকে নেয়া৷
যাত্রীদের প্রতিক্রিয়া
রায়ানি এয়ারের প্রথম ফ্লাইটে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন৷ তাঁদের বেশিরভাগই মুসলমান৷ এঁদের একজন ২৩ বছর বয়সি শিক্ষার্থী চে মাসনিতা আতিকাহ জানান, ‘‘এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ প্রথমত আমি একজন মুসলিম৷ আর দ্বিতীয়ত, মালয়েশিয়া একটি মুসলিম প্রধান দেশ৷’’ রায়ানি এয়ার বর্তমানে মালয়েশিয়ার তিনটি গন্তব্যে চলাচল করছে৷
এর আগে আরও তিনটি
রায়ানি এয়ার-এর আগে থেকে বিশ্বে আরও তিনটি ইসলামি এয়ারলাইন চালু আছে৷ এগুলো হচ্ছে, রয়েল ব্রুনাই এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও ইরান এয়ার৷