1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’

জাহিদুল হক৪ ডিসেম্বর ২০১২

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’৷ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই মেলার আয়োজন করেছে বিসিসি এবং একসেস টু ইনফরমেশন, এটুআই প্রকল্প৷

https://p.dw.com/p/16uyu
ছবি: Fotolia/bloomua

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পরামর্শক মুনির হাসান বলেন, বর্তমান সরকার চার বছর আগে ‘ডিজিটাল বাংলাদেশ' স্লোগান নিয়ে কাজ শুরু করে৷ এর আওতায় ইতিমধ্যে নানা সুবিধা চালু করেছে সরকার৷ ডিজিটাল ওয়ার্ল্ডে সেই বিষয়গুলো তুলে ধরা হবে৷

FLASH-GALERIE Solarbetriebene Computer in Bangladesch
বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার বাড়ছেছবি: Munir Hasan

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের অনেক তরুণ মুক্ত পেশাজীবী হিসেবে কাজ করছেন৷ এভাবে তাঁরা বেশ ভালো টাকা আয় করছেন৷ আরও নতুন নতুন তরুণ যেন এই কাজে আগ্রহী হয় সে লক্ষ্যে ‘ফ্রিল্যান্সিং'-এর উপর দিনভর আলোচনার ব্যবস্থা করা হয়েছে৷ সেখানে উপস্থিত থাকবেন বিশ্বের নামকরা চারটি মার্কেটপ্লেস – ওডেস্ক, ফ্রিল্যান্সার ডটকম, ৯৯ডিজাইনস ডটকম এবং ইল্যান্স ডটকম – এর ভাইস প্রেসিডেন্ট পর্যায়ের কর্মকর্তারা৷ তাঁরা উপস্থিত তরুণদের ফ্রিল্যান্সিং সম্পর্কে নানা তথ্য দেবেন৷ এছাড়া যেসব তরুণ ইতিমধ্যে ফ্রিল্যান্সিং এ বেশ ভালো করছেন তাঁরাও মেলায় উপস্থিত হয়ে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করবে বলে জানান মুনির হাসান৷

BM/041212/Interview with Munir Hassan (Digital World 2012) - MP3-Mono

এছাড়া বাংলাদেশের মুক্ত পেশাজীবীদের নিয়ে একটা জরিপের ফলাফলও মেলায় উপস্থাপন করা হবে বলে জানান তিনি৷ মুনির হাসান বলেন, জরিপে দেখা গেছে ফ্রিল্যান্সারদের বেশিরভাগেরই মাসিক আয় ১০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে৷ এছাড়া জরিপে উত্তরদাতাদের প্রায় ৪০ শতাংশই আগে কখনো চাকরি করেনি৷ অর্থাৎ তাঁরা প্রথমেই ফ্রিল্যান্সিং শুরু করেছেন৷

মেলায় সরকারের ২৮টি মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন তথ্যপ্রযুক্তিসেবা দেখানো হবে৷ ৬০টি বেসরকারি প্রতিষ্ঠানও অংশ নেবে মেলায়৷ থাকবে ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি নিয়ে বিশেষ আয়োজন৷ বিনা মূল্যে মেলায় প্রবেশ করা যাবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য