৫৭ লাখ মানুষ বাস্তুহারা
২১ জুলাই ২০১৫সোমবার প্রকাশিত এই প্রতিবেদনে, যেখানে বাস্তুচ্যুতির হিসাব ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেখানো হয়েছে, বলা হয়, বাংলাদেশে মূলত ঘূর্ণিঝড় আইলার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেড়িবাঁধ ভেঙে যায়৷ এ কারণে শুধুমাত্র ঐ এলাকাতেই সে সময় ৮ লাখ ৪২ হাজার মানুষ প্রাথমিকভাবে বাস্তুহারা হয়ে পড়েন৷ পরবর্তী সময়ে বেড়িবাঁধ সময়মতো মেরামত না করায় বাস্তুচ্যুতির সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে৷
প্রতিবেদনে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছ'টি এলাকার মানুষ সবচেয়ে বেশি বাস্তুচ্যুত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে খুলনার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা, সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি এবং বাগেরহাটের মংলা উপজেলা৷ এ সব এলাকার মানুষ ঘূর্ণিঝড়ে সব হারিয়ে দেশের অন্যত্র চলে যান বা যেতে বাধ্য হন৷ পরবর্তীতে বাস্তুহারা এই মানুষদের মধ্যে বেশিরভাগই আশ্রয় নেন ঢাকা, চট্টগ্রাম ও যশোর জেলায়৷ তবে অনেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতেও আশ্রয় নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়৷ বাস্তুচ্যুত হয়ে যাঁরা অন্যত্র গেছেন, তাঁরা আগের চেয়ে আরো খারাপ অবস্থায় রয়েছেন৷ জমি-জমা না থাকায় পরিবারগুলোর মাসিক আয় কমে গেছে৷
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা বাপা-র সভাপতি ড. আব্দুল মতিন ডয়চে ভেলেকে বলেন, ‘‘সদ্য প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা সমর্থন করি৷ তবে বাস্তবে প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরো বেশি হতে পারে৷ আশঙ্কা করা হচ্ছে, যদি সমুদ্রের পানির উচ্চতা ১০০ সেন্টিমিটার বাড়ে, তাহলে বাংলাদেশে উপকূলবর্তী এলাকার দুই কোটি মানুষ বাস্তুচ্যুত হবেন৷''
তিনি বলেন, ‘‘ঢাকাসহ বড় বড় শহরে এই লোকজন এখন জীবিকার তাগিদে ভিড় করছেন৷ তাঁরা বস্তিতে থাকছেন৷ তাঁদের অর্থনেতিক অবস্থাও আরো খারাপ হচ্ছে৷ ঢাকায় মোট জনসংখ্যার ৩০ ভাগ ভাসমান৷ আর এঁদের মধ্যে কমপক্ষে ৮০ ভাগ জলবায়ু উদ্বাস্তু বা বাস্তুহারা মানুষ৷''
বলা বাহুল্য, এই বাস্তুচ্যুত মানুষের একাংশ চট্টগ্রামে পাহাড়ের ঢালে আশ্রয় নিয়ে আবারো দুর্যোগের কবলে পড়ছেন৷ এই মানুষগুলোর নির্দিষ্ট কোনো পেশা নেই, নেই ঘর৷ তাঁরা বস্তুত রিকশা চালিয়ে বা ঠিকা শ্রমিকের কাজ করে বেঁচে আছেন৷
পরিবেশবিদ ড. আতিক রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘জলবায়ু পরিবর্তনের ফলেই বন্যা, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছেন বাংলাদেশের মানুষ৷ এর প্রাথমিক প্রতিক্রিয়া শুরু হয়েছে৷ উপকূলীয় মানুষ বাস্তুচ্যুত হতে শুরু করেছেন ইতিমধ্যেই৷ তবে এটা আরো বড় আকারে দেখা দেবে৷''
ড. রহমানের মতে, ‘‘বাস্তুহারারা শুধু দেশের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন না, তাঁরা পাশের দেশেও যাচ্ছেন৷ এই বাস্তুচ্যুতির কারণে উপকূলীয় বেশ কিছু জনপদের জনসংখ্যার ঘনত্ব কমে গেছে৷''
তিনি বলেন, ‘‘এই জলবায়ু উদ্বাস্তুদের দেখার জন্য প্রাতিষ্ঠানিক তেমন কোনো উদ্যোগও নেই৷ তাই বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা অতি কষ্টে জীবনযাপন করছেন৷''
এদিকে প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ২০১০ সাল থেকে ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড' বা বিসিসিটিএফ কাজ শুরু করেছে৷ পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ এখন বছরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ১ বিলিয়ন মার্কিন ডলার খরচ করছে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ঝুঁকি মোকাবেলায়, যা জিডিপি-র শতকরা ১ ভাগ৷
২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত ২,৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই খাতে৷ তবে ২০১২-১৩ অর্থবছর থেকে এই বরাদ্দ কমেছে৷ ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতা থেকে জানা যায় যে, আসছে অর্থবছরে এই খাতে বরাদ্দ ১০০ কোটি টাকা হ্রাস পাবে৷
এ পর্যন্ত যে ২,৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে শতকরা ৬৬ ভাগ অর্থ বিভিন্ন প্রকল্প এবং ৩৪ ভাগ অর্থ জরুরি দুর্যোগ মোকাবেলায় কাজে লাগানো হয়েছে৷ ২,০০০ কোটি টাকায় ২১৮টি সরকারি এবং ৬৩টি বেসরকারি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে৷ এছাড়া সরকারি ৫৬টি প্রকল্প এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে বলেও জানা গেছে৷
প্রকল্প বাস্তবায়নের সময়ে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য ৬,৭৬০টি ঘর, ৭৪০টি গভীর নলকূপ, ১৪২ কিমি. বাধ, ১২,৮৭২টি পরিবারের জন্য সৌর বিদ্যুৎ এবং ১৪৩.৩৫ মিলিয়ন গাছ লাগানো হবে৷
সরকারের এই উদ্যোগ সম্পর্কে বাপা-র ড. মতিন বলেন, ‘‘এখানে অর্থের অপচয় হচ্ছে৷ তেমন কাজ হচ্ছে না৷ তাই সরকারের উচিত হবে সঠিকভাবে অর্থ কাজে লাগানো৷''
‘ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার' ও ‘নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল'-এর ২০১৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে যে, বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ৷ এ তালিকায় শীর্ষে রয়েছে চীন৷ এরপর পর্যায়ক্রমে রয়েছে ভারত, ফিলিপাইনস, পাকিস্তান ও নাইজেরিয়া৷ প্রতিবেদনটি থেকে জানা যায় যে, ২০১৪ সালে বিশ্বের ১ কোটি ৯৩ লাখ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন৷ আর গত ছয় বছরে মোট বাস্তুহারা মানুষের সংখ্যা ২ কোটি ৬৪ লাখ৷ প্রতি সেকেন্ডেই একজন করে মানুষ তাঁর বসতভিটা থেকে অন্যত্র চলে যাচ্ছেন বলেও জানিয়েছে প্রতিবেদনটি৷