1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোল্যান্ড-রাশিয়া ম্যাচ ঘিরে ওয়ারশ রণক্ষেত্র

১৩ জুন ২০১২

রুশ জাতীয় দিবসে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ'য় মিছিল ও তারপর দুই দেশের ম্যাচ৷ মঙ্গলবার গোটা শহরে বিচ্ছিন্ন তাণ্ডব ও সংঘর্ষের ফলে উত্তাল হয়ে ওঠে শহরটি৷

https://p.dw.com/p/15DKM
ছবি: dapd

কোনো ফুটবল প্রতিযোগিতা বার বার ভুল কারণে সংবাদ শিরোনামে উঠে আসছে, এমনটা সহজে দেখা যায় না৷ কিন্তু পোল্যান্ড ও ইউক্রেনে উয়েফা ইউরো ২০১২'এর উপর শুরু থেকেই কালো ছায়া ঘনিয়ে রয়েছে৷ ফুটবল মাঠে বর্ণবাদীদের দৌরাত্ম্য থেকে শুরু করে ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা ফুটবলকে যেন ম্লান করে দিচ্ছে৷ প্রতিযোগিতা শুরু হওয়ার পরও পরিস্থিতি শান্ত হচ্ছে না৷

Fussball Polen Russland UEFA EURO 2012
ছবি: Reuters

মঙ্গলবার ছিল রুশ জাতীয় দিবস৷ এদিনই চির-প্রতিদ্বন্দ্বী পোল্যান্ড ও রাশিয়ার ম্যাচের দিন৷ খেলার আগে প্রায় ৫,০০০ রাশিয়ান ফ্যান মিছিল করে জাতীয় স্টেডিয়ামের দিকে অগ্রসর হতে থাকে৷ সাবেক সোভিয়েত জমানায় মস্কোর মনোভাব পোল্যান্ডের মানুষের কাছে মোটেই সুখকর ছিল না৷ ফলে ওয়ারশ'য় এভাবে প্রকাশ্যে রুশ জাতীয় দিবস পালনের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা অনেকেই ভালো চোখে দেখে নি৷ কর্তৃপক্ষ কীভাবে এমন একটা ঘটনা ঘটতে দিল, তা নিয়েও বিস্মিত অনেকে৷ এমন প্ররোচনার ফাঁদে পা দিয়ে মিছিলের উপর হামলা চালায় পোলিশ হুলিগ্যানরা৷ রাশিয়ানরাও পাল্টা আঘাত হানে৷ ফলে রাজপথ রণক্ষেত্র হয়ে পড়ে৷ তারপর পোলিশ ও রুশ ফুটবল ফ্যানদের মধ্যেও সংঘর্ষ বেঁধে যায়৷ জাতীয় স্টেডিয়ামের কাছে পুলিশের সঙ্গে রুশ সমর্থকদের সংঘর্ষ দেখা যায়৷ পুলিশ তাদের কয়েকজনকে গ্রেপ্তারও করেছে৷

ওয়ারশ'র কেন্দ্রস্থলে ‘ফ্যান জোন'-এ বিশাল পর্দায় ম্যাচের সরাসরি সম্প্রচার চলছিল৷ প্রায় ৭৫,০০০ মানুষ খেলা দেখছিলেন৷ খেলার ফলাফল ১-১৷ সেখানেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়৷ এবারে নাকি রুশ জাতীয় দিবস নয়, খেলার কারণেই উত্তেজনা বেড়ে গিয়েছিল৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে৷ কিছু মদ্যপ পোলিশ সমর্থক নিজেদের মধ্যেও লড়াই শুরু করে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন (এএফপি)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য