পানির ওপর দিয়ে ১২৫ মিটার দৌড়ালেন শি লিলিয়াং
তিনি ভিক্ষু৷ কিন্তু ধর্ম প্রচারের জন্য নয়, শি লিলিয়াংকে সারা বিশ্ব চিনেছে পানির ওপর দিয়ে দৌড়ানোর অবিশ্বাস্য ক্ষমতার জন্য৷ পানির ওপর দিয়ে দৌড়ানোর নতুন রেকর্ড গড়েছেন তিনি!
যেখান থেকে শুরু
চীনের এক বৌদ্ধ ভিক্ষু শি লিলিয়াং৷ কিন্তু তিনি যে মন্দিরের ভিক্ষু সেখানে ভিক্ষুদের কাজ অনেক দিন ধরেই শুধু ধর্মকর্মে সীমাবদ্ধ নেই৷ মার্শাল আর্ট কুংফু সম্পর্কে যাঁদের ধারণা আছে, তাঁরা জানেন, চীনের শাওলিন মন্দির কুংফুর জন্যই বিখ্যাত৷ বলা হয়ে থাকে, কুংফুর জন্মই নাকি শাওলিন মন্দিরে৷
ধর্ম এবং আত্মরক্ষা
‘কুংফু’ একটি চীনা শব্দ৷ এর মানে অধ্যয়ন,শিক্ষা বা অনুশীলন৷ তবে মার্শাল আর্ট কুংফু মূলত একটি আত্মরক্ষার কৌশল৷ শাওলিন মন্দিরে অনেক বছর ধরেই ভিক্ষুরা বৌদ্ধ ধর্ম চর্চার পাশাপাশি কুংফু শেখেন এবং শেখান৷ আনুমানিক ১৫২০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল শাওলিন মন্দির৷
শি লিলিয়াং-এর অসাধারণ কীর্তি
শাওলিন মন্দির বা মন্দিরের ৮০টি স্কুলের ভিক্ষু এবং শিক্ষার্থীদের কুংফু জানা স্বাভাবিক৷ তবে শি লিলিয়ান পানিতে দৌড়াতেও পারেন৷ পানির ওপরে পা রাখার জন্য প্রথমে কতগুলো প্লাইউডের বোর্ড বিছিয়ে নেন, তারপর শুরু করেন দৌড়৷ এভাবে তাঁর ১২৫ মিটার পার হওয়ার দৃশ্য সারা বিশ্বের মানুষ দেখেছেন ইউটিউবে ৷ ভিডিওটি এ পর্যন্ত ৪৫ লক্ষ বার দেখা হয়েছে৷ ভিডিওটি দেখতে ওপরে ডানদিকে ‘আরো’ লেখার ওপর ক্লিক করুন৷
নিজের রেকর্ড ভাংলেন শি লিলিয়াং
শি লিলিয়াং-এর পানিতে দৌড়ে নতুন রেকর্ড গড়ার খবর প্রথমে জানায় নিউ চায়না টিভি৷ চীনের এই টেলিভিশন চ্যানেলকে শি লিলিয়াং জানান, এবার ১২৫ মিটার দৌড়ে তিনি নিজের রেকর্ডই ভাঙলেন৷ এর আগে পানির ওপর ১২০ মিটার দৌড়েছিলেন শি লিলিয়াং৷ জানতে চাওয়া হয়েছিল, ‘‘পানির ওপর দৌড়ান কিভাবে?’’ চীনা ভিক্ষুর সহজ-সরল জবাব, ‘‘নিজের ওপর আস্থা থাকতে হয়৷ গত বছর আমি পাঁচ বার ব্যর্থ হওয়ার পর ১১৮ মিটার দৌড়াতে পেরেছিলাম৷’’
বিতর্কে শাওলিন মন্দির
ছবিতে শাওলিন মন্দিরের একটি স্কুলে শিক্ষার্থীদের কুংফু অনুশীলনের দৃশ্য৷ সম্প্রতি শাওলিন মন্দিরের সঙ্গে বিতর্কও জড়িয়েছে৷ মন্দির প্রধানের বিরুদ্ধে অবৈধ যৌন সংসর্গ এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন ভিক্ষুরা৷ অভিযোগ তদন্তের দাবি উঠছে সমাজের সর্বস্তর থেকে৷