তুষারধসে হারিয়ে গেলেন রুশ পর্বতারোহী চেরেসভ
৪ অক্টোবর ২০১১বিশ্বের অনেকগুলো পর্বতের শীর্ষ চূড়ায় আরোহনের কৃতিত্ব রয়েছে রুশ পবর্তারোহী চেরেসভের ঝুলিতে৷ কিন্তু দু'দিন আগে প্রায় সাত হাজার মিটার উঁচু টুলাগি পর্বতের চূড়ায় উঠতে গিয়ে দুর্ঘটনায় পড়েন৷
সাইবেরিয়ার ক্রাসনোইয়ার্সক শহর থেকে পাঁচ সদস্যের দল নিয়ে যাত্রা শুরু করেছিলেন চেরেসভ৷ কিন্তু প্রায় ছয় হাজার মিটার উপরে উঠে যাওয়ার পর তুষারধসের শিকার হন তিনি৷ দুর্ঘটনার পর হেলিকপ্টারে করে তাঁর দেহ নেপালের রাজধানী কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়েছে৷ এই ঘটনার ফলে দলের সদস্য অপর চার পর্বতারোহী এবং চিকিৎসক অভিযান সংক্ষিপ্ত করে কাঠমান্ডুর পথে যাত্রা করেছেন৷
রাশিয়ার ক্রীড়া, পর্যটন এবং যুব মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, নেপালে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত রেকর্ডের কাজ সম্পন্ন হলে শীঘ্রই তাঁর দেহ রাশিয়ায় পাঠানো হবে৷ রুশ পবর্তারোহীদের সংস্থা আরসিএফ আরো জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে খুব অল্প একটি তুষারধসে, যখন পর্বতারোহীরা একে অপরের সাথে বিশেষ দড়ি দিয়ে বাঁধা ছিলেন না৷ এসময় শুধুমাত্র চেরেসভের নীচে থেকে বোর্ডটি সরে যায়৷
মৃত্যুকালে তাঁর বয়স সবে চল্লিশের ঘর ছুঁয়েছিল৷ চেরেসভ স্ত্রী এবং এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: দেবারতি গুহ