1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুষারধসে হারিয়ে গেলেন রুশ পর্বতারোহী চেরেসভ

৪ অক্টোবর ২০১১

তুষারধসে ঝরে গেল রাশিয়ার শীর্ষ পর্বতারোহী সের্গেই চেরেসভের প্রাণ৷ রাশিয়ান ক্লাইম্বিং ফেডারেশন - আরসিএফ চেরেসভের মৃত্যুর খবরে শোক প্রকাশ করে বলেছে, ‘‘বিশাল এই প্রতিভার অকাল মৃত্যুতে অনেক বেশি হারালাম আমরা৷’’

https://p.dw.com/p/12lLj
Ein Bergsteiger bei Sonnenaufgang vor dem Aufstieg zum Gipfel, im Hintergrund der fünfthöchste Berg der Welt, der Makalu, aufgenommen am 24.09.2004. Mangelnde Vorbereitung und die Überschätzung der eigenen körperlichen Möglichkeiten sind die Hauptursachen gesundheitlicher Schäden bei Bergsteigern, viele leiden wegen mangelnder Akklimatisierung unter den Folgen von Sauerstoffmangel. Ein extra eingerichtetes medizinisches Camp rettet leichtsinnige Bergsteiger notfalls mit dem Einsatz eines Hubschraubers. Foto: Nawang Sherpa
এমন অনেক পর্বত জয় করলেও হিমালয়ের তুষারধস কেড়ে নিল চেরেসভের প্রাণছবি: picture-alliance / dpa

বিশ্বের অনেকগুলো পর্বতের শীর্ষ চূড়ায় আরোহনের কৃতিত্ব রয়েছে রুশ পবর্তারোহী চেরেসভের ঝুলিতে৷ কিন্তু দু'দিন আগে প্রায় সাত হাজার মিটার উঁচু টুলাগি পর্বতের চূড়ায় উঠতে গিয়ে দুর্ঘটনায় পড়েন৷

সাইবেরিয়ার ক্রাসনোইয়ার্সক শহর থেকে পাঁচ সদস্যের দল নিয়ে যাত্রা শুরু করেছিলেন চেরেসভ৷ কিন্তু প্রায় ছয় হাজার মিটার উপরে উঠে যাওয়ার পর তুষারধসের শিকার হন তিনি৷ দুর্ঘটনার পর হেলিকপ্টারে করে তাঁর দেহ নেপালের রাজধানী কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়েছে৷ এই ঘটনার ফলে দলের সদস্য অপর চার পর্বতারোহী এবং চিকিৎসক অভিযান সংক্ষিপ্ত করে কাঠমান্ডুর পথে যাত্রা করেছেন৷

রাশিয়ার ক্রীড়া, পর্যটন এবং যুব মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, নেপালে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত রেকর্ডের কাজ সম্পন্ন হলে শীঘ্রই তাঁর দেহ রাশিয়ায় পাঠানো হবে৷ রুশ পবর্তারোহীদের সংস্থা আরসিএফ আরো জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে খুব অল্প একটি তুষারধসে, যখন পর্বতারোহীরা একে অপরের সাথে বিশেষ দড়ি দিয়ে বাঁধা ছিলেন না৷ এসময় শুধুমাত্র চেরেসভের নীচে থেকে বোর্ডটি সরে যায়৷

মৃত্যুকালে তাঁর বয়স সবে চল্লিশের ঘর ছুঁয়েছিল৷ চেরেসভ স্ত্রী এবং এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান