1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান নেভীতে মহিলা

২২ জুলাই ২০১১

বুধবার রাতের অনুষ্ঠানে মোনালিসায় নৌ কর্মকর্তা বারবারার কথা ভালো লেগেছে৷ এই সাহসী নারী জার্মান নৌবাহিনীকে আরো উজ্জ্বল করে তুলবে বলেই আশা রাখি৷

https://p.dw.com/p/121iP
ছবি: picture-alliance/chromorange

লিখেছেন শাহ মো.ফেরদৌস হাসান নাজমুল, গাইবান্ধা থেকে৷

গত ১৫ জুলাই থেকে আমাদের ক্লাবের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক মাস ব্যাপী ভ্রাম্যমান ডিএক্স প্রদর্শনী চলছে৷ চলবে ১৫ আগষ্ট পর্যন্ত আর ঐদিন অনুষ্ঠিত হবে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতরণী পর্ব৷ ছবি পাঠাবো৷ বিধান সান্যাল, মস্কো রেডিও লিসনার্স ক্লাব, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত থেকে জানিয়েছেন এখবর৷

গতকাল রাতের অনুষ্ঠানে আফগানিস্তানে সেনা প্রত্যাহার ও ভেস্টারভেলের সফর উপলক্ষে প্রতিবেদন এবং পশ্চিমের জানালা পর্বে স্টালিন ও হেলসিঙ্কি শহরসহ কোপা আমেরিকা খেলার প্রতিবেদন খুব ভাল লেগেছে৷ এছাড়া বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মন্তব্যের সাথে আমি একমত৷ ভাল কথা, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আর বলা হচ্ছেনা কেন?

খুনিকে বাঁচাতে না পারলেও বিজয়টা রইস এরই হয়েছে৷ সাথে সাথে বিজয় হয়েছে কোটি কোটি বাংলাদেশের মানুষের৷ ইতিহাস কথা বলে বাঙালিরা বীরের জাতি সেই বীরত্বের আরো একবার প্রমাণ দিলেন রইস৷ বাঙালিদের নিয়ে অনেকেই অনেক রকম খারাপ মন্তব্য করে রইস এসব মন্তব্যকারীদের সঠিক জবাব দিয়েছেন এবং বাঙালি সম্পকে নিন্দুকদের ধারণা বদলে দিয়েছেন৷ রইস দেখিয়ে দিয়েছেন বাঙালিরা অনেক বেশি ত্যাগ করতে জানে৷ খালিদ হাসান, আজমপুর, কুষ্টিয়া থেকে লিখেছেন৷

আলসহাইমার ডিজিজ নিয়ে একটা চমৎকার আলোচনা শুনলাম৷ চিকিৎসা বিজ্ঞানের জটিল একটা বিষয় কত সহজভাবেই না আলোচনা হলো৷ আমার চিকৎসক সত্তাও সমৃদ্ধ হলো৷ ডয়চে ভেলে , তোমাকে সালাম৷ জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ থেকে একথা লিখেছেন লিখেছেন ডা. সিদ্ধার্থ সরকার৷

জার্মান নেভীতে মহিলা –এ বিষয়ে মোনালিসা পর্বে নানা তথ্য জেনে আমরা আনন্দিত হলাম৷ ভালো লেগেছে রবীন্দ্রনাথ সম্পর্কে অলোকরঞ্জন দাসগুপ্তের সাক্ষাৎকারটিও৷ আমরাও তাঁর সাথে একমত৷ পিয়ালী মুখার্জী, চৈতক লিসনার্স ক্লাব, বেলদা, নবোদয় পল্লী, পশ্চিম মেদিনীপুর, ভারত৷

পরিক্ষা মূলকভাবে অনুষ্ঠান শুনলাম৷ আনুষ্ঠান সরাসরি শুনছি নোকিয়া ইন্টারনেট রেডিওর মাধ্যমে৷ আমাদের আগের করা ইমেইলের উত্তর পেলাম গতকাল, ধন্যবাদ৷ এবার পডকাষ্ট নয়

সরাসরি অনুষ্ঠান শুনবো ভাবতেই খুব খুশি লাগছে৷ নেই এখানে FM, SW, MW-এর কোন সুবিধা কিন্তু চেষ্টা তো কম করলাম না৷ সবশেষে পথ মিললো৷ এখন থেকে নিয়মিত লিখব৷ ফেসবুকে আমাকে বন্ধ করেছেন আপনারা, দয়াকরে তা খুলে দেবেন৷ ইমেইলের উত্তর পাবার আশায়৷ শান্তি বেতার সংঘ, শাহিনুর আলম, বগুড়া থেকে শাহীনূর আলম৷

ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান আমি বেশ কিছুদিন ধরে শুনতে পাইনা৷ দুঃখের বিষয় যে আমি শারীরিক অসুস্থতায় ভুগছি৷ তাই ডয়চে ভেলের প্রতি ও শ্রোতাবন্ধুদের কাছে আমি আশীর্বাদ চাই-চন্দ্রপুর, নওদাবাস থেকে জগদীশ্বর রায়৷

ইনবক্স-এর সময় বাড়ানোর জন্য আমরা আনন্দিত, জামালপুরের মাদারগঞ্জ থেকে লিখেছেন শ্রোতাবন্ধু কামরুননাহার শীলা৷ আরো লিখেছেন মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান শুনছি ৷ আর মাঝে মাঝে ইন্টারনেটেও শুনি, ভালো লাগছে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক