1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার ব্রিটেনের আকাশেও সিসিটিভি ক্যামেরা

২৬ জানুয়ারি ২০১০

ব্রিটেনের পুলিশ আকাশপথে পর্যবেক্ষণ বা গোয়েন্দা তৎপরতায় মনুষ্যবিহীন ড্রোন বিমান ব্যবহারের পরিকল্পনা করছে৷ ইতিমধ্যেই আফগানিস্তানে এই ড্রোন এর ব্যবহার বিতর্কের জন্ম দিয়েছে৷

https://p.dw.com/p/Lgju
ফাইল ফটোছবি: AP

ব্রিটেনের জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ান জানিয়েছে অসামাজিক কর্মকান্ড, প্রতিবাদ বিক্ষোভ, কৃষিখাতে চুরিসহ বিভিন্ন বিষয়ের উপর নজর রাখতে এই ড্রোন ব্যবহার করতে চায় ব্রিটেন৷ এজন্য অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বিএই সিস্টেমস কেন্ট পুলিশের নেতৃত্বাধীন একটি রাষ্ট্রীয় নিরাপত্তা জোটের জন্য এই সামরিক ধরনের বিমান যোগাড় করতে শুরু করেছে৷ বিএই-র মতে ড্রোন এর ব্যবহার নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক যুগান্তকারী উদ্যোগ হবে৷ বলাবাহুল্য সংস্থাটি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী বিভিন্ন ধরনের মনুষ্যবিহীন উড়ন্ত যান তৈরি করে থাকে৷

গার্ডিয়ানের মতে, ২০১২ সালের অলিম্পিকের প্রাক্কালে ব্রিটেনের আকাশে দেখা যাবে এসব ড্রোন বিমান৷ শুধু তাই নয়, সমুদ্রসীমা নিয়মিত পর্যবেক্ষণেও এসব বিমান ব্যবহার করা হতে পারে, যা ব্রিটিশ পুলিশ বাহিনীর কাজের সীমা আরো বাড়াবে৷ একইসঙ্গে পর্যবেক্ষণে সংগ্রহিত বিভিন্ন তথ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রির চিন্তাভাবনাও করা হচ্ছে৷ এই বছরের শেষ নাগাদ পরীক্ষার জন্য উচ্চক্ষমতার ক্যামেরা এবং সেন্সরযুক্ত ড্রোন ব্রিটেনের আকাশে ছাড়া হবে বলেও খবরের প্রকাশ৷

অবশ্য অন্যান্য নিয়মিত বিমানের সঙ্গে সংঘর্ষ বাধার আশঙ্কায় ব্রিটেনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই মুহুর্তে ড্রোন এর জন্য আকাশপথ ব্যবহারের অনুমতি দিতে নারাজ৷ তবে বিজ্ঞান বলছে, কয়েক বছরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য বিমানের গতিপথ সনাক্ত এবং সেই পথ পরিহার করে চলার প্রযুক্তি যোগ করা হবে ড্রোনে৷

প্রসঙ্গত, এর আগে কেন্ট পুলিশ জাহাজ চলাচল নিয়ন্ত্রণ এবং ফ্রান্স থেকে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ রোধে শুধু ইংলিশ চ্যানেলে ড্রোন ব্যবহারে আগ্রহী ছিল৷ তবে গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, বর্তমান পরিকল্পনায় ড্রোনের ব্যবহার হবে অনেক বিস্তৃত৷ এমনকি টাকা তোলার মেশিনে চুরি হলে কিংবা ট্রাকটর চোর ধরতেও ড্রোন এর সহায়তা নেয়া হতে পারে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ