1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালিতে বাংলাদেশিরা কেমন আছে?

৩১ অক্টোবর ২০১১

ইউরো সংকটের মুখোমুখি এবার এমন একটি দেশ যেখানে বাংলাদেশ থেকে আসা বিশাল সংখ্যক মানুষের বসবাস৷

https://p.dw.com/p/131zN
ফাইল ফটোছবি: picture alliance/dpa

অর্থনৈতিক মন্দার এই প্রভাব কী ইটালিতে প্রবাসী বাংলাদেশিদের ওপর পড়ছে? পড়ে থাকলে তা কীভাবে? দেলোয়ার হোসেন দশ বছর ধরে ইটালিতে আছেন৷ তার কাছে প্রথম প্রশ্ন ছিল, ইটালিতে বাংলাদেশিদের সংখ্যা কেমন?  দেলোয়ার হোসেন জানান, ‘‘প্রায় কয়েক লক্ষ বাংলাদেশি ইটালিতে বসবাস করছে৷ রোমে বসবাস করছে অন্তত পঞ্চাশ হাজার৷ এছাড়া বিভিন্ন বড় বড় শহরগুলোতে বাংলাদেশিদের চোখে পড়বে৷ বড় শহরগুলোতে কাজের সুযোগ সুবিধা বেশি থাকায় সেখানেই বাংলাদেশিরা ভীড় করে থাকে বেশি৷ ভেনিস, রোম এবং মিলানে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি৷'' 

অর্থনৈতিক মন্দা এদের কর্মজীবনে কোন ধরণের প্রভাব ফেলছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘‘আমরা সেখানে কাজ করি এটা মূলত পর্যটক শহর৷ আমি কাজ করি স্যুভেনিরের দোকানে৷ পর্যটকদের আসা-যাওয়ার ওপর আমাদের ব্যবসা নির্ভর করে৷ আমরা যারা এ ধরণের ব্যবসার সঙ্গে জড়িত আমাদের তেমন কোন সমস্যা হচ্ছে না৷ যারা বিভিন্ন কারখানা বা অফিস-আদালতে কাজ করছেন তাদের সমস্যা হচ্ছে৷ আমার পরিচিত কয়েকজনের চাকরি চলে গেছে৷ তারা কাজ করতেন কারাখানায়৷ কেউ কেই চাকরি পেয়েছেন অনেকেই পাননি৷ স্ত্রী, সন্তান নিয়ে এরা বেশ কষ্টেই দিন কাটাচ্ছেন৷ যেহেতু এদের পড়াশোনা কম তাই অন্য কোন দেশে এরা যেতে পারছেন না আবার বাংলাদেশেও এরা ফিরে যেতে চাইছেন না৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য