1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের আর্থিক মন্দার চাপ ফুটবলেও পড়ছে

২৭ আগস্ট ২০১১

ইউরোপের অভ্যন্তরে আর্থিক সমস্যা যে ভালোই গোলমাল পাকিয়েছে সে খবর নতুন নয়৷ নতুন খবর হল, এর প্রভাব পড়েছে ফুটবল দুনিয়াতেও৷ বেশ কিছু নামজাদা ক্লাবেও সেই সংকট দেখা দিয়েছে৷

https://p.dw.com/p/12OfG
ফুটবলের ভবিষ্যত ভালো নয়, প্লাতিনিছবি: AP

কী ধরণের সমস্যা

সমস্যা বহুবিধ৷ তার মধ্যে অন্যতম প্রধান অবশ্যই অর্থাভাব৷ যার অভাবে ফুটবল ক্লাবগুলোতে কাজের গতি বেশ কমে গেছে৷ বেড়ে চলেছে কোন কোন ক্লাবের ঋণের বোঝা৷ ফলে এর সর্বশেষ প্রভাব যেখানে পড়ার, সেই খেলার মাঠে গিয়ে পড়ছে৷ দেখা যাচ্ছে, সময়মত চুক্তির টাকা পয়সা হাতে না পাওয়ায় অনেক নামী খেলোয়াড় মাঠেই নামছেন না৷ সে খবরটা জানিয়েছেন খোদ মিশেল প্লাতিনি৷

প্লাতিনির সামনে সমস্যার পাহাড়

উয়েফা -র প্রধান ব্যক্তিত্ব, ফুটবল রোম্যান্টিক মিশেল প্লাতিনি সাংবাদিকদের জানিয়েছেন, কী ধরণের সমস্যায় তিনি নিজে পড়েছেন৷ ফরাসি এই প্রাক্তন ফুটবল তারকাকে গোটা বিশ্ব সম্মান করে তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্য৷ সেই প্লাতিনি বলছেন, ফুটবলের ভবিষ্যত ভালো নয়৷ খেলোয়াড়রা তাঁদের প্রাপ্য টাকা হাতে পাচ্ছেন না৷ খেলার মান নেমে চলেছে হু হু করে৷ এমন চলতে থাকলে একসময়ে সমস্যাটা একেবারে মূলে পৌঁছে যাবে৷ তখন আর সামলানো যাবেনা৷

উয়েফা বা চ্যাম্পিয়নস লিগের ক্লাব সমস্যা

চ্যাম্পিয়নস লিগের বিশ্বজোড়া গ্রহণযোগ্যতা রয়েছে৷ ৭৫০ মিলিয়ন ইউরো এই বিশাল ফুটবল কান্ডে প্রাইজ মানি বা পুরস্কারের টাকা, অংশগ্রহণকারী ক্লাবগুলির বোনাস, ইত্যাদিতে দেওয়া হয়৷ অংশগ্রহণ করে থাকে ৩২ টি ক্লাব৷ নামজাদা বড়ো বড়ো আকারের ক্লাবগুলো পরিস্থিতি সামলে নিলেও ছোট বা মাঝারি ফুটবল ক্লাবগুলোর হাল যথেষ্ট সঙ্গিন৷ দেখা গেছে, অধিকাংশ ক্লাব বিশাল অংকের অর্থ ঋণ নিয়ে ফেঁসে গেছে৷ তাদের খেলোয়াড়দের টাকা সময়মত না দিতে পারায়, তাঁরা মাঠে নামেন নি৷ সবটা মিলিয়ে বেশ জেরবার অবস্থা৷ এর থেকে উদ্ধার ঠিক কোন রাস্তায় আসবে, সে প্রশ্নের সম্মুখীন এখন অনেকেই৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা:   জাহিদুল হক