1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় ইউনিয়নের বৈষম্য বিরোধী নতুন প্রস্তাব

আবদুস সাত্তার৮ জুলাই ২০০৮

ইইউ ব্রাসেলস এ ইউরোপে সামাজিক অধিকারের উন্নয়নে দীর্ঘ পরিকল্পিত একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে৷ প্রস্তাবের বলা হয়েছে কোন বয়স্ক ব্যক্তি বা কোন প্রতিবন্ধীকে বৈষম্য করা চলবে না৷

https://p.dw.com/p/EYXA
বয়স্ক ব্যক্তি বা কোন প্রতিবন্ধীকে বৈষম্য করা চলবে নাছবি: dpa

সামাজিক অধিকার বিষয়ক প্রস্তাবের অধীনে কোন রিয়েল এস্টেট এজেন্ট কোন ছাত্রকে আর ঘর ভাড়া দিতে অস্বীকার করতে পারবে না বা কোন বীমা কোম্পানী কোন প্রতিবন্ধীকে ভ্রমণ বীমার সুবিধা দেবে না তা হবে না৷ ইউরেপীয় ইউনিয়নের কোন মানুষকে তার নিজের দেশের বাইরে ইউনিয়নের অন্য কোন দেশে চিকিত্‌সার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না৷

Deutschland Bildung Studiengebühren Studenten Goethe Uni in Frankfurt
কোন রিয়েল এস্টেট এজেন্ট কোন ছাত্রকে আর ঘর ভাড়া দিতে অস্বীকার করতে পারবে নাছবি: AP

শ্রমিক অধিকার শক্তিশালী করতে হবে এবং গোটা ইউরোপে স্বাস্থ্য সেবার আরো উন্নতি করতে হবে৷ কিন্তু অতীতে বয়স, শারিরীক অক্ষমতা, ধর্ম এবং সেক্স এর কারণে বৈষম্য করা হত৷

গত ফেব্রুয়ারী এবং মার্চ মাসে পরিচালিত এক সমীক্ষার ফলাফল থেকে জানা গেছে, পনেরো শতাংশ ইউরোপীয় মত প্রকাশ করেছেন যে, তাঁদেরকে লিঙ্গ, অক্ষমতা, জাতিগত, বয়স, সেক্স, ধর্ম এবং বিশ্বাসের কারণে বৈষম্য করা হয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের চাকুরী সংস্থান, সমাজ কল্যান ও সমানাধিকার বিষয়ক কমিশনার ভ্লাডিমির স্পিডলা বলেন, সমানাধিকার হল একটা মৌলিক অধিকার ৷ তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নে লক্ষ লক্ষ মানুষ তাদের দৈনন্দীন জীবনে বৈষম্যের শিকার হচ্ছে৷

ইউরোপীয় ইনিয়নের সমাজ কল্যান বিষয়ক নতুন আইনটি কার্যকর হতে ইউরোপীয় পার্লামেম্টের অনুমোদন প্রয়োজন৷