1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট কেলেঙ্কারি

১৬ মে ২০১২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ গড়পেটার অভিযোগে পাঁচ ক্রিকেটারকে বহিষ্কার করা হয়েছে৷ মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড - বিসিসিআই এই সিদ্ধান্ত জানিয়েছে৷ বহিষ্কৃতদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ‘নো-বল' করাসহ কয়েকটি অভিযোগ উঠেছে৷

https://p.dw.com/p/14wHn
ছবি: AP

আপাতকালীন বহিষ্কৃত এই খেলোয়াড়রা হচ্ছেন টি পি সুধীন্দ্র, সালাভ শ্রীবাস্তব, মনীশ মিশ্র, অমিত যাদব ও অভিনব বালী৷ ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলে এসংক্রান্ত কিছু ভিডিও ফুটেজ প্রচার করা হয়, যেখানে দেখা যাচ্ছে এসব খেলোয়াড় হয় আঞ্চলিক খেলায় ম্যাচ গড়পেটায় সম্মত হয়েছেন অথবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চুক্তি নিয়ে অন্য পক্ষের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন, যা টুর্নামেন্ট চলাকালে আইনসম্মত নয়৷

টিভি চ্যানেলটির সাংবাদিকরা একটি ক্রীড়া বিষয়ক সংস্থার এজেন্টের বেশে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেন এবং ম্যাচের একটি নির্দিষ্ট সময়ে পূর্বপরিকল্পিত আচরণ প্রদর্শনের জন্য অর্থ প্রদানের প্রস্তাব করেন৷ চ্যানেলটিতে দেখানো হয় ডেকান চার্জার্সের খেলোয়াড় সালাভ শ্রীবাস্তব একটি আঞ্চলিক টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে ‘নো-বল' করেছিলেন যা ছিল পূর্ব পরিকল্পিত৷ বলাবাহুল্য, শ্রীবাস্তব এই অভিযোগ অস্বীকার করেছেন এবং উল্টো সেই টিভি চ্যানেলের বিরুদ্ধে মামলার করবেন বলে জানিয়েছেন৷

গোপন ভিডিও ক্যামেরায় ধারনকৃত ফুটেজে আরো দেখা যায়, কিছু খেলোয়াড় আইইপিএল'এর দলগুলোকে নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থ প্রদান করতে প্রলুব্ধ করছে৷ আর এই অর্থ অঘোষিত উপায়ে পেতে চান খেলোয়াড়রা৷ পুনে ওয়ারিয়র্স'এর মিশ্র এবং কিংস ইলেভেন পাঞ্জাবের যাদবকে দৃশ্যত দেখা গেছে আইপিএল চলাকালেই অন্য দলের সঙ্গে সমঝোতায় রাজি হতে৷ দিল্লির খেলোয়াড় বালী আইপিএল'এর কোন দলে না থাকলেও ভিডিও ফুটেজে দাবি করেছেন যে, খেলা চলাকালে এধরনের সমঝোতা সাধারণ বিষয়৷ আইপিএল টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এসব কর্মকাণ্ড অবৈধ৷

ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে এই ঘটনার তদন্তের দায়িত্ব দিয়েছেন রবি সায়ানিকে৷ আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল'এর দূর্নীতি দমন ইউনিটের সাবেক প্রধান তিনি৷ খেলোয়াড়রা আসলেই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা কিংবা বিসিসিআই'এর স্বার্থ বিরোধী কিছু করেছে কিনা সেটা খতিয়ে দেখবেন সায়ানি৷

উল্লেখ্য, এর আগে ব্রিটিশ পত্রিকা ‘দ্য নিউজ অব দ্য ওয়ার্ল্ড' একই ধরনের একটি সংবাদ পরিবেশন করে৷ সেসময় ইংল্যান্ডের বিরুদ্ধে খেলায় ইচ্ছাকৃতভাবে ‘নো-বল' করার অভিযোগ প্রমাণ হওয়ায় পাকিস্তানের তিন খেলোয়াড়কে জেলে যেতে হয়েছিল৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য