1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্যরকমভাবে বেঁচে থাকা এক ব্যাকটেরিয়ার সন্ধান

৪ ডিসেম্বর ২০১০

হ্যাঁ, আমরা যেরকমটা জানি সেইরকম নয়, একেবারেই অন্যরকমভাবে বেঁচে থাকা এক ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে৷ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লেকে এইরকমই এক ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা৷

https://p.dw.com/p/QPT8
ফাইল ফটোছবি: picture-alliance/OKAPIA KG, Germany

দেখা গেছে ব্যাকটেরিয়াটি বেঁচে আছে শুধুমাত্র বিষাক্ত আর্সেনিকের ওপর নির্ভর করে৷ আর এই আবিষ্কার পৃথিবীর বুকে জীবনধারণ সম্পর্কে আমাদের পুরোনো সব ধ্যন ধারণার পরিবর্তন ঘটাবে বৈকি৷ সাধারণভাবে আর্সেনিক বিষক্রিয়া ঘটায় প্রাণীর দেহে৷ কিন্তু এই ব্যাকটেরিয়াই বিজ্ঞানীদের জানা প্রথম অণুজীব যা কিনা আর্সেনিক ব্যবহার করেও বেঁচে থাকতে পারে৷ এই ব্যাকটেরিয়া ডিএনএ সহ নিজের জৈবরাসায়নিক প্রক্রিয়ায় ফসফরাসের বদলে আর্সেনিককে কাজে লাগাতে সক্ষম৷ বিজ্ঞান সাময়িকী সায়েন্স'এর সাম্প্রতিকতম সংখ্যায় প্রকাশিত এক গবেষণা রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে৷

আমরা এখন পর্যন্ত জানি যে জীবনের যা কিছু রূপ, তার সব ক'টির জন্য ছয়টি মৌলিক উপাদান প্রয়োজন৷ তা হলো নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, সালফার এবং ফসফরাস৷ কিন্তু বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, লবণপ্রিয় এই অণুজীব গবেষণাগারে ফসফরাসের অনুপস্থিতিতেও দিব্যি বেঁচেবর্তে ছিল৷ মার্কিন মহাকাশ সংস্থা নাসা'র অ্যাস্ট্রোবায়োলজির সিনিয়র বিজ্ঞানী মেরি ভয়টেক বলেন,‘‘এ হল পৃথিবীতে বাস করতে সক্ষম এমনই এক জীবন৷ তবে আমরা যে জীবনের কথা জানি এটি তা নয়৷''

নাসার পৃষ্ঠপোষকতায় চালিত জ্যোতিরজীববিজ্ঞান সংক্রান্ত এক গবেষণারই একটি অংশ এটি৷ সমীক্ষার ফলে এই নতুন আবিষ্কারকে পৃথিবীতে জীববিজ্ঞানের ক্ষেত্রে এবং পৃথিবীর বাইরে জীবনের সন্ধানের ক্ষেত্রে এক নতুন দিকনির্দেশ হিসেবেই দেখা হচ্ছে৷ নাসার আরেক গবেষক ফেলিসা ওলফসাইমন এই সমীক্ষার নেতৃত্ব দেন৷ বৃহস্পতিবার তিনি নাসার ব্রিফিং-এ বলেন, বিশ্বব্রহ্মাণ্ডের আর কোথায় আর কী থাকার সম্ভাবনা আছে, তা জানার দরজাটা আমরা খুলে ফেলেছি হুট করে৷

গবেষকরা ঐ ব্যাকটেরিয়ার নাম দিয়েছেন, জিএফএজে-ওয়ান৷ ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা মাউন্টেনস-এর পূর্বাঞ্চলে মনো লেকে পাওয়া গেছে ব্যাকটেরিয়াটি৷ বলা হয়েছে, প্রটিয়োব্যাকটেরিয়ার হলোমনাডাসিয়াস পরিবারেরই একটি অংশ এই ব্যাকটেরিয়াটি৷ গবেষকরা মনো লেকের একেবারে তলা থেকে সংগ্রহ করা কাদার নমুনা ব্যবহার করে ব্যাকটেরিয়াটি তৈরি করান৷

নতুন এই আবিষ্কার পৃথিবীর বাইরে প্রাণীর সন্ধানকাজকে আরও প্রসারিত করতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা৷ বর্জ্য পানি শোধন, বিষাক্ত বর্জ্য পরিষ্কার করা এবং জৈবজ্বালানি উৎপাদনে বিরল ফসফরাস ব্যবহার না করার পথ প্রশস্ত করতে পারে এই আবিষ্কার৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক